ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

গভীর রাতে খরতাপের চুয়াডাঙ্গায় স্বস্তির বৃষ্টি
প্রকাশ: বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ৮:৫০ এএম  (ভিজিট : ৩৭৪)
বিদ্যুৎ চোমকানোর পর শুরু হয় মেঘের গর্জন। এরপর গুড়িগুড়ি বৃষ্টি। টানা কয়েক দিনের তাপদাহের পর গুড়িগুড়ি বৃষ্টিতে কিছুটা হলেও স্বস্তি ফিরেছিল রাতে। ১.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস।

মঙ্গলবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ১টা ১০ মিনিট থেকে শুরু হয় বৃষ্টি।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক জাহিদুল ইসলাম বলেন, মঙ্গলবার রাত ১টা থেকে বিদ্যুৎ চমকানো শুরু হয়। বিদ্যুৎ চমকানোর ফলে আকাশ আলোকিত হয়ে পড়ে। এরপর শুরু হয় মেঘের গর্জন। রাত ১টা ১০ মিনিটে শুরু হয় গুড়িগুড়ি বৃষ্টি।

বৃষ্টির কোন সম্ভাবনা না থাকলেও রাতে হঠাৎ করে চুয়াডাঙ্গায় বৃষ্টি হয়। ১.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। রাত ১টা ৩০ মিনিটে বৃষ্টি ছেড়ে যায়। টানা কয়েক দিন চুয়াডাঙ্গায় তীব্র তাপদাহ থেকে অতি তীব্র তাপদাহ চলমান ছিল। দেশের সর্বোচ্চ তাপমাত্রাও রেকর্ড করা হয়। এ মৌসুমে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২.৪ ডিগ্রি সেলসিয়াস।

তাপদাহের কারণে জনজীবনে অস্বস্তি নেমে আসে। মানুষের চলাচলে ব্যাঘাত ঘটে।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close