ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

শ্বশুরবাড়ি থেকে ৮ মাসের অন্তঃসত্ত্বার লাশ উদ্ধার, স্বামী আটক
প্রকাশ: রবিবার, ২১ এপ্রিল, ২০২৪, ৭:৩৮ পিএম  (ভিজিট : ৮২৮)
 নিহত ইশিতা আক্তার ও তার ছেলে। ছবি: সংগৃহীত

নিহত ইশিতা আক্তার ও তার ছেলে। ছবি: সংগৃহীত

শ্বশুরবাড়ি থেকে ৮ মাসের অন্তঃসত্ত্বা ইশিতা আক্তারের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় পুলিশ নিহতের স্বামী এনামুল ঢালীকে (৪২) আটক করেছে।

শনিবার (২০ এপ্রিল) রাতে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের সুইচারভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটেছে। তবে পারিবারিক ভাবে অভিযোগ করা হয়, শ্বশুরবাড়ির লোকজন পিটিয়ে ইশিতাকে হত্যা করেছে। নিহত ইশিতা আক্তারের এক মেয়ে ও এক ছেলে আছে।

পুলিশ, স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মাদারীপুরের সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের সুইচারভাঙ্গা গ্রামের মাজেদ ঢালীর ছেলে এনামুল ঢালীর সাথে প্রায় এক যুগ আগে পারিবারিক ভাবে বিয়ে হয় একই উপজেলার ঘটমাঝি গ্রামের আইয়ুব আলী মাতুব্বরের মেয়ে ইশিতা আক্তারের। বিয়ের সময় ইশিতার বাবার বাড়ি থেকে নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র দেয়া হয় এনামুলের পরিবারকে। এরপরও আরোও যৌতুকের জন্য ইশিতার উপর নানা ধরণের মানসিক ও শারীরিক নির্যাতন করা হতো। এ বিষয় নিয়ে উভয় পরিবারের লোকজন বেশ কয়েকবার পারিবারিক ভাবে সমাধানের জন্য বসলেও কোন প্রতিকার হয়নি। সবশেষ গতকাল (শনিবার) রাতে শ্বশুরবাড়ি থেকে ইশিতার মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের বাবার বাড়ির পরিবারের অভিযোগ, যৌতুক না দেয়ায় এনামুল, তার বড়ভাই টুটুল ঢালীসহ শ্বশুরবাড়ির লোকজন পিটিয়ে হত্যা করেছে ইশিতাকে। পরে বিষয়টি আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করছে।

নিহত ইশিতার ভাই সোহেল মাতুব্বর বলেন, আমার বোনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। যৌতুকের জন্য এভাবে মেরে ফেলবে, কখনও ভাবতে পারিনি। এই ঘটনায় জড়িত এনামুল ও তার পরিবারের লোকজনের কঠিন বিচার চাই।

ইশিতার মামা মো. আকাশ বলেন, আমার ভাগিনীকে ওর শ্বশুরবাড়ির লোকজন পিটিয়ে হত্যা করেছে। এখন তারা বলে, আত্মহত্যা করেছে। ৮ মাসের গর্ভবতী কোন মা আত্মহত্যা করতে পারে না। এর আগেও যৌতুকের জন্য ইশিতাকে নির্যাতন করেছে। এই ঘটনায় এমন বিচার চাই, যাতে ভবিষ্যতে কেউ এমন ঘটনা ঘটাতে সাহস না পায়।

ঘটনার পর থেকে নিহতের শ্বশুরবাড়ির লোকজন পলাতক থাকায়, তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আলাউল হাসান বলেন, গৃহবধূর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী এনামুলকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে মামলা রেকর্ড করে বাকী অপরাধীদের ধরার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  অন্তঃসত্ত্বার লাশ উদ্ধার   স্বামী আটক   মাদারীপুর   




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close