ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

নাইক্ষ‍্যংছড়ি সীমান্ত দিয়ে এলো আরও ৩ বিজিপি সদস্য
প্রকাশ: শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ১০:৩৪ পিএম  (ভিজিট : ৩৪৮)
বান্দরবান জেলার নাইংক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে মিয়ানমারের আরও ৩ জন বিজিপি সদস্য।

শনিবার (২০ এপ্রিল) নাইক্ষ‍্যংছড়ি সদর ইউনিয়নের সাপমারা ঝিড়ির সীমান্ত এলাকা দিয়ে মিয়ানমারের ভিতর থেকে ৩ জন বিজিপি সদস্য সিভিল পোশাকে নিরস্ত্রভাবে বাংলাদেশের ভিতরে এসে চাকঢালা বিওপিতে আত্মসমর্পণ করেছে বলে জানা গেছে।

যোগাযোগ করা হলে নাইক্ষ‍্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবছার বলেন, নতুন করে আবারও তিনজন মিয়ানমার বিজিবি সদস্য আসার খবর তিনিও শুনেছেন। বর্তমানে তারা নাইক্ষ‍্যংছড়ি ১১ বিজিবি স্কুলের আশ্রয় কেন্দ্রে আছেন।

এই পযর্ন্ত নাইক্ষ‍্যংছড়ি বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে মিয়ানমার বাহিনীর মোট ২৭৭ জন ব‍্যক্তি আশ্রয়ে আছেন। আশ্রিত সবাইকে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২২ এপ্রিল মিয়ানমারে ফেরত পাঠানোর কথা রয়েছে।

উল্লেখ্য, প্রতিবেশী দেশ মিয়ানমারে অভ্যন্তরীণ দ্বন্দ্বে কয়েকটি সশস্ত্র বিদ্রোহী গ্রুপের সঙ্গে প্রায় দুই বছর ধরে সংঘর্ষ চলে আসছে জান্তা সরকারের। সংঘর্ষের ময়দানে টিকতে না পেরে প্রাণ ভয়ে নাইক্ষ‍্যংছড়ি সীমান্ত দিয়ে বিভিন্ন সময় শত শত বিজিপি এবং সেনা সদস্য বাংলাদেশের ভিতরে পালিয়ে আসছে।

সময়ের আলো/জেডআই




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close