ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

ঘাঘট নদীর তীরে শত বছরের বান্নি মেলা
প্রকাশ: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৭:১২ পিএম  (ভিজিট : ৪০৮)
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ঘাঘট নদীর তীরের কল্যাণপুর নামক স্থানে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী বান্নি মেলা। দিনব্যাপী এই মেলাকে ঘিরে নানা উৎসবের আমেজ দেখা গেছে। 

মঙ্গলবার (১৬ এপ্রিল) উপজেলার জামালপুর ইউনিয়নের ঘাঘট নদীর পাড়ে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের গঙ্গাদেবীর পূজার আয়োজন করা হয়। এই মেলাতে হাজারো দোকানের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। মেলায় গরু, হাতি, ঘোড়া, উট, বক, পুতুল ইত্যাদি মাটির তৈরি খেলনা ছাড়াও গৃহস্থালিরও অনেক জিনিস ওঠেছে। বাজারে বিভিন্ন জিনিসপত্রের দাম বেশি হওয়াতে ওই মেলায় অনেকে এসেছেন কম দামে কেনার জন্য।

এছাড়া গ্রামীণ মেলা সম্পর্কিত খাদ্য সামগ্রী বিক্রয়ের জন্য দোকান বসেছে। বিভিন্ন শ্রেণি পেশার বিপুল সংখ্যক মানুষ এই মেলা উপভোগ করতে এবং পণ্য সামগ্রী ক্রয়ের জন্য ভিড় করেন। 

বিনয় চন্দ্র নামের এক দর্শনার্থী বলেন, কৃষ্ণ পক্ষের তিথি অনুসারে নির্দিষ্ট দিনে এই বান্নির মেলা অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান শুভ (কাওছার মন্ডল) বলেন, ঐতিহ্যবাহী এই বান্নির মেলায় কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মানুষ নিরাপদে মেলা উপভোগ করছেন। 

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  ঐতিহ্যবাহী বান্নি মেলা   ঘাঘট নদী   সাদুল্লাপুর   গাইবান্ধা  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close