ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

রাশিয়ায় ভয়াবহ বন্যা, শহর ছাড়ছে লাখো মানুষ
প্রকাশ: বুধবার, ১০ এপ্রিল, ২০২৪, ২:৩৩ এএম আপডেট: ১০.০৪.২০২৪ ৮:৪১ এএম  (ভিজিট : ৫১৭)
৭০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত রাশিয়া ও কাজাখাস্তান। ১ লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ।

ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে ১০ হাজারের বেশি ঘরবাড়ি রাশিয়ায় ভয়াবহ বন্যা, তলিয়ে গেছে ১০ হাজারের বেশি ঘরবাড়ি। 

মঙ্গলবার রাশিয়া জরুরি পরিস্থিতিবিষয়ক মন্ত্রণায় জানিয়েছে, কয়েক দশকের মধ্যে এমন ভয়ংকর বন্যার কবলে পড়েছে রাশিয়ার পার্বত্য এলাকা।  

বন্যায় কুর্গান ও তিউমেন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। উরাল পর্বতমালা এবং সাইবেরিয়ার বিস্তীর্ণ অঞ্চলজুড়ে দ্রুত বরফ গলে যাওয়ায় নদীগুলোর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কাজাখস্তান সীমান্তের ওরেনবার্গ এলাকার উরাল নদীর বাধ ভেঙে গিয়ে আশপাশের অন্তত ৩৯টি এলাকাটি প্লাবিত হয়েছে। এতে প্রায় ১০ হাজার ৪০০টি ঘরবাড়ি তলিয়ে গেছে।মাত্রাতিরক্ত বরফ গলে যাওয়ার কারণে বন্যা ভয়ংকর রূপ ধারণ করেছে। 

এদিকে সাইবেরিয়া, ভলগা ও রাশিয়ার মধ্যাঞ্চলেও বন্যা দেখা দিয়েছে। 

সময়ের আলো/আরএস/ 




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close