ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

কালিয়াকৈর মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রকাশ: মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪, ৩:২৪ পিএম  (ভিজিট : ৬০৮)
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর পালপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে একটি নির্মাণাধীন দোকানঘর উচ্ছেদ করা হয়। এ সময় প্রায় অর্ধ কোটি টাকার সড়ক ও জনপথের জমি উদ্ধার হয়।

কালিয়াকৈর সহকারী কমিশনার (ভূমি) ম্যাজিস্ট্রেট রজত বিশ্বাসের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে কালিয়াকৈর অংশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার পালপাড়া স্থানে সড়ক ও জনপথ বিভাগের জমি জবর-দখল করে অবৈধভাবে একটি দোকানঘর নির্মাণ করার কাজ চলছে। এমন গোপন সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করে ১টি অবৈধ দোকানঘর উচ্ছেদ করা হয়।

এ সময় প্রায় অর্ধ কোটি টাকার জমি জবর দখল মুক্ত করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন- পুলিশ সদস্য, কানুনগো, নাজিরসহ ও অন্যান্য কর্মচারী।

কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ম্যাজিস্ট্রেট রজত বিশ্বাস জানান- এ ধরণের জবর দখলদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close