ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

ওপারে থেমে থেমে লড়াই চললেও এপার শান্ত
প্রকাশ: সোমবার, ১ এপ্রিল, ২০২৪, ৪:১০ এএম  (ভিজিট : ৩৯০)
মিয়ানমারের ওপারে দখলের লড়াই এখনও থেমে থেমে চলছে। তবে এপারে কোনো ধরনের প্রভাব পড়েনি। নতুন করে গতকাল ঘুমধুম ইউনিয়নের তুমব্রু কোনার পাড়া সীমান্ত দিয়ে মিয়ানমারের ৩ সেনা পালিয়ে এপারে আশ্রয় নিলেও স্থানীয়দের মধ্যে নেই কোন শংকা নেই।

বিভিন্ন সূত্রে জানা গেছে, গতকাল কোনো বিস্ফোরণের শব্দ সীমান্ত এলাকা দিয়ে নাইক্ষ্যংছড়ির অভ্যন্তরে আসেনি। স্বাভাবিক রয়েছে মানুষের জীবনযাত্রা। 

রোববার সরেজমিন ঘুমধুম ইউনিয়নের বাইশপাড়ি, উখিয়ার বালুখালী সীমান্ত, ঘুমধুমের তুমব্রু কোনার পাড়া, পশ্চিমকুল, চাকমা পাড়া ও বাইশপাড়ি এলাকার সীমান্তের কাছে বসবাসকারী হাজারো মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। সীমান্ত এলাকা যেন নীরব শান্ত হয়ে উঠেছে, নেই কোনো গুলির শব্দ, নেই কোনো আতঙ্ক। নাইক্ষ‌্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের তুমব্রু এলাকার স্থানীয় ব‌্যবসায়ী সরওয়ার সময়ের আলোকে জানান, এখন আমরা পুরোপুরি শান্ত পরিবেশে আছি। তবে বিগত দিনে কিছুটা আতঙ্ক কাজ করেছিল তবে এখন তা নেই। 

ঘুমধুম ইউপির চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ বলেন, তাদের এলাকার দৈনন্দিন কর্মকাণ্ডে সব শ্রেণি-পেশার মানুষ পুরোদমে সক্রিয় হয়েছে। এখন আর আতঙ্কে নেই সীমান্ত এলাকার মানুষ। 

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছার ইমন বলেন, সীমান্ত এলাকা দিয়ে গত কয়েক দিনে বিস্ফোরণের বিকট শব্দ ভেসে আসার খবর নেই। 

দৌছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. ইমরান বলেন, তার এলাকার সীমান্ত একেবারে ঝামেলামুক্ত। মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে।


সময়ের আলো/আরএস/ 







https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close