ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

জিএমপিতে স্মার্ট পুলিশিং সার্ভিস উদ্বোধন
থানায় টোকেন নিলেই সেবা নিশ্চিত
প্রকাশ: বুধবার, ২৭ মার্চ, ২০২৪, ১১:২৩ পিএম  (ভিজিট : ৩৬২)
জিএমপি কমিশনার মাহবুব আলম বলেছেন, এখন থেকে সেবাগ্রহীতারা থানায় এসে টোকেন সংগ্রহ করবেন। এরপর সেবাপ্রার্থীরা মুখে বলবেন আর পুলিশ লিখবে। টোকেন নেয়ার পর যাবতীয় প্রক্রিয়া অ্যাপসের মাধ্যমে দেখবেন পুলিশের উর্ধ্বতন কর্মকতারা। ফলে যে কোন নাগরিক থানায় এসে টোকেন নেয়ার পর সেবা নিশ্চিত পাবেন।

বুধবার (২৭ মার্চ) বিকেলে জিএমপির টঙ্গী পূর্ব থানায় স্মার্ট পুলিশিং সার্ভিসের উদ্বোধন করে জিএমপি কমিশনার এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন- মোহাম্মদ আহমার উজ্জামান, পিপিএম- সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার ( ক্রাইম এন্ড অপারেশন); আবু তোরাব মো. শামসুর রহমান, উপ-পুলিশ কমিশনার- অপরাধ উত্তর; আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, উপ-পুলিশ কমিশনার-সিটিএসবি এন্ড প্রটেকশন বিভাগ; মো. আরিফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার, লজিস্টিকস এন্ড ট্রান্সপোর্ট বিভাগ; মো. হাফিজুল ইসলাম, এডিসি (অপরাধ দক্ষিণ বিভাগ); মেহেদী হাসান দিপু, সহকারী পুলিশ কমিশনার, টঙ্গী জোন; মো. মাকসুদুর রহমান, এসি, গাছা জোন; চৌধুরী মোহাম্মদ তানভীর, স্টাফ অফিসার টু পুলিশ কমিশনার এবং সংশ্লিষ্ট সকল থানার অফিসার ইনচার্জ ও অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ।

সময়ের আলো/জিকে




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close