ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
পাবনার ঈশ্বরদীতে মালবাহী দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ
প্রকাশ: বুধবার, ২৭ মার্চ, ২০২৪, ৩:১২ এএম  (ভিজিট : ৪১৬)
পাবনার ঈশ্বরদীর রেল জংশন এলাকাতে  মালবাহী দুটি ট্রেনের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহতের খবর এখনো পাওয়া  হয়নি। তবে খুলনার সাথে রাজধানী ঢাকার  সাথে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ সাময়িক ভাবে বন্ধ রয়েছে বলে জানা গেছে। 

মঙ্গলবার (২৬ মার্চ) দিবাগত রাত ১২ টার দিকে ঈশ্বরদী-খুলনা রেলরুটের রেলগেট লেবেল ক্রসিং গেটে এ দুর্ঘটনা ঘটেছে। পাকশী বিভাগীয় রেলওয়ের সহকারী পরিবহণ কর্মকর্তা (এটিও) হারুন অর রশীদ  এতথ্য নিশ্চিত করেছেন। 

পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন দফতর সুত্রে জানা যায় মঙ্গলবার (২৬ মার্চ) দিবাগত রাত ১২ টার দিকে ঈশ্বরদী রেল ইয়ার্ড থেকে মালবাহী ট্রেনের সান্টিং চলছিল। ঈশ্বরদী রেলইয়ার্ড থেকে অপর আরেকটি তেলবাহী ট্রেন (ফাঁকা) পশান অর্ডার মনে করে ভূলবশত: লাইন ক্লিয়ার পেয়েছে মনে করে খুলনা অভিমুখে যাত্রা করে। এতে মালবাহী দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই ট্রেনের সংঘর্ষে মালবাহী ট্রেনের একটি ওয়াগনের চার চাঁকা তেলবাহী ট্রেনের লোকোমোটিভ ইঞ্জিনের ছয় চাঁকা লাইনচ্যুত হয়।

পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) শাহ সুফী নুর মোহাম্মদ  জানান, ঈশ্বরদী লোকোমোটিভ কারখানা থেকে রিলিফ ট্রেন রওয়ানা হয়েছেন। রিলিফ ট্রেন ঘটনাস্থল আসলে উদ্ধার কাজ শুরু হবে। 

এদিকে পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) শাহ সুফী নুর মোহাম্মদ, পাকশী বিভাগীয় প্রকৌশলী -২ বীরবল মন্ডল সহ পাকশী বিভাগীয় রেলওয়ে কর্মকর্তা ঘটনাস্থল উপস্থিত হয়েছেন বলে জানা গেছে।


সময়ের আলো/আরএস/ 




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close