ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

ভাঙলো সাধুর হাট, সাঁইজি প্রেম নিয়ে ফিরছে ভক্তরা
প্রকাশ: সোমবার, ২৫ মার্চ, ২০২৪, ৯:৫৬ পিএম আপডেট: ২৫.০৩.২০২৪ ১১:৩৩ পিএম  (ভিজিট : ৬২৬)
এবার উদ্বোধনের দিনেই শেষ হলো কুষ্টিয়ার ছেঁউড়িয়ার বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের আখড়া বাড়িতে বাউল সাধুদের দোল বা স্মরণ উৎসব। প্রতি বছর তিনদিন ধরে এই উৎসব চললেও এবার পবিত্র রমজান মাসের কারণে কমানো হয় উৎসবের পরিধি। তাই উদ্বোধনের মধ্যদিয়েই শেষ হয়েছে লালন স্মরণোৎসব। এক অন্যরকম লালন স্মরণোৎসব হলো কুষ্টিয়ার ছেউড়িয়ায় সাঁইজির আখড়াবাড়িতে। সেই উপচেপড়া ভিড় নেই আখড়াবাড়ির ভেতরে বা বাইরে। বসেনি লালন মেলা। 

সোমবার (২৫ মার্চ) সাঁইজির আখড়াবাড়ি ছেড়ে যান সাধুরা। তবে ১লা কার্তিক লালন সাঁইজির তিরোধান দিবস উৎসবে সাঁইজির আখড়াবাড়িতে সাধুদের মিলন মেলায় যোগ দিবে এমন বাসনা নিয়ে ফিরে যাচ্ছেন তারা নিজ নিজ ধামে। লালন সাঁইজি তার জীবদ্দশায় শিষ্যদের নিয়ে দোল পূর্ণিমা রাতে ছেঁড়িয়ার কালীগঙ্গা নদীর তীরে রাতভর ভাবতত্ব কথা আলোচনা ও বাণী পরিবেশন করতেন। তার মৃত্যুর পরও ভক্তবৃন্দ-শিষ্যরা বিশেষ এ দিনটি পালন করে আসছেন যুগ যুগ ধরে। 

গতকাল (রোববার) বিকেলে কেবল উদ্বোধনী আলোচনা সভার মধ্যেই সীমাবদ্ধ ছিল এ উৎসব। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের এমপি মাহবুবউল আলম হানিফ। অনুষ্ঠানে মূল আলোচক ছিলেন গবেষক ও লেখক অ্যাড. লালিম হক।

লালন একাডেমির সভাপতি ও কুষ্টিয়া জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আব্দুর রউফ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রাকিব।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  বাউল সাধুদের দোল উৎসব   সাধুর হাট   সাঁইজি প্রেম   কুষ্টিয়া  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close