ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

১৫০ পিস ট্যাপেন্টাডলসহ দুই যুবক গ্রেফতার
প্রকাশ: শনিবার, ২৩ মার্চ, ২০২৪, ৮:২৬ পিএম  (ভিজিট : ৫২৪)
বগুড়ার আদমদীঘিতে দেড়শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৩ মার্চ) দুপুরে তাদের বিরুদ্ধে থানায় একটি মাদক আইনে মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানো হয়েছে। এরআগে শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যায় আদমদীঘি ব্রিজ এলাকায় আশা এন্টারপ্রাইজের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- উপজেলার ডহরপুর গ্রামের মোজাফ্ফর হোসেনের ছেলে রাতুল হাসান লিমন (২১) ও নাটোরের বড়াইগ্রামের জামাইদীঘি গ্রামের তসলিমের ছেলে তরিকুল ইসলাম (৩৭)। 

আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম জানান, চার মাদক কারবারি নিজ হেফাজতে রেখে ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে দাঁড়িয়ে ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতারসহ ১৫০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়। অপর দুই আসামি পালিয়ে যাওয়ায় তাদের নামে থানায় মামলা দায়ের করা হয়েছে।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  ট্যাবলেট ট্যাবলেট   মাদক কারবারি গ্রেফতার   আদমদীঘি   বগুড়া  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close