ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

গলায় ফাঁস দিয়ে স্ত্রীর আত্মহত্যা, স্বামী গ্রেফতার
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪, ২:৫৪ পিএম আপডেট: ২১.০৩.২০২৪ ৩:১০ পিএম  (ভিজিট : ৪১৫)
গাইবান্ধার সুন্দরগঞ্জে স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে মাহমুদা আক্তার (২৪) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় স্বামী আব্দুল মালেককে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত আব্দুল মালেক উপজেলার দহবন্দ ইউনিয়নের গোপালচরণ গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে। এর আগে, বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে মাহমুদা আক্তার গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। মাহমুদা একই ইউনিয়নের উত্তর ধুমাইটারী গ্রামের মেনহাজ উদ্দিনের মেয়ে।

পুলিশ ও স্বজনরা জানায়, প্রায় ১২ বছর আগে উত্তর ধুমাইটারী গ্রামের মিনহাজ উদ্দিনের মেয়ে মাহমুদা আক্তারের সঙ্গে গোপালচরণ গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে আব্দুল মালেকের বিয়ে হয়। বিয়ের পর ওই দম্পতির ২ সন্তান জন্ম হয়। বিয়ের পর থেকেই সময়ে অসময়ে মাহমুদা আক্তারকে মানসিক শারীরিকভাবে নির্যাতন করেন স্বামী। এনিয়ে স্থানীয় ইউপি মেম্বার-চেয়ারম্যান কয়েকদফা মীমাংসা করেন। তবু থেমে থাকেনি স্বামীর অমানবিক নির্যাতন। স্বামীর মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে মাহমুদা আক্তার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম বলেন, মাহমুদা আক্তার নামের এক গৃহবধূ আত্মহত্যার ঘটনায় আত্মহত্যার প্ররোচনায় মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় ওই গৃহবধূর স্বামী আব্দুল মালেককে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close