ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

দুঃস্থদের টাকা আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান বরখাস্ত
প্রকাশ: বুধবার, ২০ মার্চ, ২০২৪, ৮:১৬ পিএম  (ভিজিট : ৯৮২)
বরখাস্তকৃত চেয়ারম্যান মো. নলিউর রহমান তালুকদার। ফাইল ছবি

বরখাস্তকৃত চেয়ারম্যান মো. নলিউর রহমান তালুকদার। ফাইল ছবি

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ ও দুঃস্থদের টাকা আত্মসাতের অভিযোগে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃত চেয়ারম্যান উপজেলার শিবপাশা ইউনিয়নের মো. নলিউর রহমান তালুকদার।

গত ১৩ মার্চ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পুরবী মহালদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইউপি চেয়ারম্যান মো. নলিউর রহমানে তালুকদারের বিরুদ্ধে বন্যায় ক্ষতিগ্রস্ত, কর্মহীন দরিদ্র ও দুঃস্থ পরিবারের জন্য চাল ও টাকা আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। তার এহেন কর্মকাণ্ড স্থানীয় সরকার বিভাগের আইন বিরোধী। যাহা স্থানীয় সরকার আইন ২০০৯ এর ৩৪ (৪)(খ)(ঘ) ধারায় অপরাধ সংগঠিত হয়েছে।

এ বিষয়ে হবিগঞ্জ জেলা প্রশাসন ব্যবস্থা গ্রহণের সুপারিশ করায় স্থানীয় সরকার মন্ত্রণালয় আইনে তাকে ইউপি চেয়ারম্যানের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো। 

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  দুঃস্থদের টাকা আত্মসাৎ   ইউপি চেয়ারম্যান বরখাস্ত   হবিগঞ্জ   




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close