ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

জবি শিক্ষার্থীর আত্মহত্যার বিচার দাবিতে বিক্ষোভ
প্রকাশ: শনিবার, ১৬ মার্চ, ২০২৪, ৭:৪০ পিএম  (ভিজিট : ৫০৬)
ফেসবুকে পোস্ট দিয়ে গলায় ফাঁস নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্রী ফাইরুজ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

শনিবার (১৭ মার্চ) বিকাল সাড়ে ৩টায় ‘নিপীড়নের বিরূদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়’ শীর্ষক ব্যানারে এ বিক্ষোভ মিছিল করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মিছিলের শুরুতে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে তারা। এরপর ভাস্কর্য চত্বরে শিক্ষার্থীরা তাদের দাবিগুলো তুলে ধরেন।

এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযুক্ত সহপাঠী আম্মান সিদ্দিকী ও সহকারী প্রক্টর দ্বীন ইসলামের বিচার দাবি করেন। ২৪ ঘন্টার মধ্যে দাবি পূরণ না হলে সোমবার (১৮ মার্চ) সকাল ১১ টায় প্রশাসনিক ভবন ঘেরাও করার ঘোষণাও দেন তারা। 

শিক্ষার্থীদের দাবিগুলো হল: ১. হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে, ২.অভিযুক্ত আম্মান সিদ্দিকী ও সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে অবিলম্বে গ্রেফতার করতে হবে, ৩.জরুরি সিন্ডিকেট আহ্বান করে অভিযুক্তদের স্থায়ী বহিষ্কার করতে হবে, ৪.ভিকটিমের পরিবারকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে হবে, ৫.বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাদী হয়ে মামলা করতে হবে, ৬.বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন সেল কার্যকর করতে হবে।

সময়ের আলো/এম 




এই ক্যাটেগরির আরো সংবাদ


https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close