ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

কোম্পানীগঞ্জে আরও একটি কূপে গ্যাসের সন্ধান, টেস্টিং শুরু
প্রকাশ: রবিবার, ১০ মার্চ, ২০২৪, ১১:১৯ পিএম আপডেট: ১০.০৩.২০২৪ ১১:২২ পিএম  (ভিজিট : ৬৫৭)
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর কাঁকড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে অবস্থিত ‘শাহাজাদপুর-সুন্দলপুর গ্যাস ক্ষেত্র’ এর ৩নং কূপে গ্যাসের সন্ধান মিলেছে। গত বছরের নভেম্বরে শুরু হওয়া খননকাজ শেষ হয়ে এখন চলছে ডিএসটি টেস্টের কাজ। প্রাথমিকভাবে কূপটির ৩টি জোনে গ্যাসের অস্তিত্ব মিলেছে। ডিএসটি টেস্ট শেষে জানা যাবে এখানে সর্বমোট কি পরিমাণ গ্যাস মজুদ রয়েছে।

শনিবার (৯ মার্চ) দুপুরে কূপটির সর্বনিম্ন স্তরের (লোয়ার জোন) ডিএসটি টেস্ট শুরু করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপেন্টারেশন এন্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) এর প্রকল্প পরিচালক প্রিন্স মো. আল হেলাল বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের খনন কার্যক্রম শেষ হয়েছে। আজ থেকে পরীক্ষামূলক ডিএসটি টেস্টের কার্যক্রমও আমরা শুরু করেছি। এখন চলছে লোয়ার জোনের টেস্ট। কূপটি মোট ৩ হাজার ৩৮৫ মিটার গভীর করে খনন করা হয়েছে। যার মধ্যে লোয়ার জোনের ৩ হাজার ৪১ মিটার থেকে ৩ হাজার ৪৬ মিটার। এখন ৩ হাজার ৫৭ মিটার থেকে ৩ হাজার ৬৪ মিটার পর্যন্ত টেস্ট কার্যক্রম চলছে। এরপর অপর দুটি জোনের টেস্ট কার্যক্রম চালু করা হবে। ডিএসটি টেস্টের পরেই এখানে মোট গ্যাসের মজুদের পরিমাণ জানা যাবে।

বাপেক্সের চরকাঁকড়া ৩ নম্বর কূপের ড্রিলিং ইনচার্জ মো. আসাদুজ্জামান বলেন, আমাদের টার্গেট ছিলো এখান থেকে প্রতিদিন ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ করা। তবে লোয়ার জোনে গ্যাসের অবস্থা দেখে মনে হচ্ছে আমরা আরও ভালো গ্যাস আশা করতে পারি। বাকি দুটি জোনের টেস্ট শেষে মোট গ্যাসের মজুদ সম্পর্কে নিশ্চিত হতে পারবো।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালের ৮ জানুয়ারি নোয়াখালীর কোম্পানীগঞ্জের শাহাজাদপুর-সুন্দলপুর গ্যাসক্ষেত্রটির ১নং কূপ উৎপাদনের যাবার পর আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন।

স্থানীয় বাসিন্দা নুরুল আফসার জানান, অতীতেও আমাদের এলাকায় গ্যাস পাওয়া গেছে। সেসময় আমাদেরকে গ্যাস না দিয়ে জাতীয় গ্রিডে যোগ করা হয়েছে। আমাদের এলাকাবাসীর প্রাণের দাবি হলো যেন কোম্পানীগঞ্জ বাসী গ্যাস সংযোগ পায়।  

চরকাঁকড়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের মেম্বার জামাল উদ্দিন জানান, জাতীয় গ্রিডে গ্যাস দেওয়ার আগে আমাদের এলাকায় এ গ্যাস সংযোগ দিতে হবে।

এব্যাপারে স্থানীয় চরকাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হানিফ সবুজ জানান, এ গ্যাস জাতীয় গ্রিডে যোগ করার পাশাপাশি আমরা কোম্পানীগঞ্জ বাসী যেন গ্যাস পায়। এটা এলাকাবাসীর জোর দাবি।  

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  গ্যাসের সন্ধান   টেস্টিং শুরু   কোম্পানীগঞ্জ   নোয়াখালী  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close