ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

টানা দ্বিতীয়বার ময়মনসিংহ সিটির মেয়র টিটু
প্রকাশ: শনিবার, ৯ মার্চ, ২০২৪, ১১:০৮ পিএম  (ভিজিট : ৮৯৮)
ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে দ্বিতীয়বারের মতো বিপুল ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হয়েছেন মো. ইকরামুল টিটু বিপুল। দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে তিনি পেয়েছেন এক লাখ ৩৯ হাজার ৬০৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট সাদেকুল হক খান মিল্কী টজু হাতি প্রতীক পেয়েছেন ৩৫ হাজার ৭৬৩ ভোট।

শনিবার (৯ মার্চ) রাত সাড়ে ১০টায় ময়মনসিংহ নগরীর টাউন হলের তারেক স্মৃতি অডিটোরিয়ামে আঞ্চলিক নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা বেলায়েত হোসেন চৌধুরী বেসরকারিভাবে মো. ইকরামুল হক টিটুকে বিজয়ী ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, ১২৮টি কেন্দ্রের ফলাফলে মেয়র প্রার্থী ইকরামুল হক টিটু টেবিল ঘড়ি প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৬০৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদেক খান মিলকী টজু হাতি প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৭৬০ ভোট ও অন্য আরেক প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুর আলম ঘোড়া প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৭৭৩ ভোট, হরিণ প্রতীকের ড. রেজাউল হক পেয়েছেন ১৪৮৭ ভোট এবং জাতীয় পার্টির নেতা লাঙ্গল প্রতীকের শহীদুল ইসলাম স্বপন মন্ডল পেয়েছেন ১৩২১। 

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  ময়মনসিংহ সিটি ভোট   মেয়র-ইকরামুল টিটু বিপুল  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close