ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

উল্টে যাওয়া অ্যাম্বুলেন্সে মিলল বিপুল পরিমাণ মাদক
প্রকাশ: সোমবার, ৪ মার্চ, ২০২৪, ৯:২৩ পিএম  (ভিজিট : ৯২০)
নাটোরের সিংড়ায় দুর্ঘটনা কবলিত অ্যাম্বুলেন্স উদ্ধার করতে গিয়ে মিলল ফেন্সিডিল ও গাঁজা। সোমবার (৪ মার্চ) দুপুর ১টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া উপজেলার চৌগ্রাম এলাকায় এই মাদক উদ্ধার করে ঝলমলিয়া হাইওয়ে পুলিশের একটি দল।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুর রহমান জানান, আজ (সোমবার) সকালে এলাকাবাসী জানায় উপজেলার চৌগ্রাম এলাকায় নাটোর বগুড়া মহাসড়কের পাশে একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে আছে। এমন খবরে সেখানে যায় হাইওয়ে পুলিশের একটি দল। সেখানে গিয়ে অ্যাম্বুলেন্স উদ্ধার করতে গিয়ে এর ভিতর থেকে ৩৬০ বোতল ফেন্সিডিল ও ৩৩ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

তিনি আরও জানান, দুর্ঘটনার পরে অ্যাম্বুলেন্সের চালক এবং মাদক বহনকারীরা সেখান থেকে পালিয়ে যায়। পুলিশ মাদকদ্রব্যসহ অ্যাম্বুলেন্সটি হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে। অ্যাম্বুলেন্সের রেজিস্ট্রেশন নম্বর ধরে চালক এবং মাদক বহনকারীদের আটকের চেষ্টা করছে তারা।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  সড়ক দুর্ঘটনা   মাদক উদ্ধার   সিংড়া   নাটোর  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close