ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

বান্দরবানে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, পর্যটক নিহত
প্রকাশ: সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:৩৮ পিএম  (ভিজিট : ৩২২)
বান্দরবানে রুমা উপজেলা পাহাড়ি উঁচুনিচু আর আঁকাবাঁকা পথে ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে আবু সালেহ (৪৫) নামে এক পর্যটক (চালক) নিহত হয়েছে। একই ঘটনায় আজাদ (৩৯) নামে আরও এক বাইক আরোহী আহত হয়েছেন।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে রুমা-বগালেক সড়কে মুনলাই পাড়া কিছুক্ষণ রেস্টুরেন্ট সংলগ্ন এলাকা এই মর্মান্তিক ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেওচিয়া এলাকার মিয়া হোসেনের ছেলে। 

সূত্রে জানা যায়, সকালে মোটরসাইকেলে কেরানীহাট বান্দরবান সদর হইয়ে রুমা উপজেলা দুর্গম আঁকাবাঁকা ও উঁচুনিচু পাহাড়ি পথ দিয়ে পর্যটন স্পট বগালেক ঘুরতে যায় তারা। বগালেক পর্যটন স্পট উপভোগ করে ফেরার পথে কিছুক্ষণ রেস্টুরেন্ট সংলগ্ন নামন্তী রাস্তায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বগালেক গামী মালবাহী ট্রাকে সাথে মুখোমুখি সংঘর্ষ হলে বাইক চালক ও বাইক আরোহী গুরুতর আহত হন। পরে ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহায়তায় আহতদের রুমা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আহত বাইক চালক সালেহকে (৪৫) মৃত ঘোষণা করেন।

রুমা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে এবং আহত ব্যক্তিকে চিকিৎসাধীন রয়েছে।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ   পর্যটক নিহত   বগালেক   বান্দরবান  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close