ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

৪ বছর ধরে শিকল বন্দি মানুষিক ভারসাম্যহীন আক্তার হোসেন
প্রকাশ: রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪, ৩:০৩ পিএম  (ভিজিট : ১০৪৬)
বিনা চিকিৎসায় ৪ বছর ধরে শিকলে বাঁধা মানুষিক ভারসাম্যহীন আক্তার হোসেন(২৩) মানবেতর জীবন যাপন করে আসছে।

আক্তার হোসেন মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের পুরান চরচাষী গ্রামের মৃত মোস্তাক মিয়ার ছেলে। ৩ মেয়ে মধ্যে সবার ছোট আক্তার হোসেন।

বড় বোন সুফিয়া বলেন, সুস্থ মানুষ হঠাৎ করে অসুস্থ পরে আক্তার হোসেন। তাকে অনেক কবিরাজের কাছে নেওয়ার পরেও সুস্থ হয়নি। আমি গার্মেন্টসে কাজ করে সংসারের খরচ চালাই। আর্থিক সংকটের কারনে চিকিৎসা করাতে পারছিন না। ফলে ৪ বছর ধরে বিনাচিকিৎসায় শিকলে বন্দি করে রাখা হচ্ছে আক্তার হোসেনকে।

তিনি আরো জানান, চাকুরী করে যা আয় হয় তা দিয়ে সংসার চালাতেই হিমশিম খেতে হচ্ছে তাকে। ভাইয়ের  চিকিৎসার জন্য বোন সুফিয়া বেগম প্রশাসনসহ জনপ্রতিনিধিদের কাছে বহু আবেদন নিবেদন করেও কোনো কাজে আসেনি বলে জানান।

সরকারি ভাবে একটি প্রতিবন্ধী ভাতার কার্ড ছাড়া ওই পরিবারের ভাগ্যে জুটেনি কোনো সাহায্য সহযোগিতা। তাই কি দিয়ে মানুষিক ভারসাম্যহীন ভাইয়ের চিকিৎসা করাবে এ চিন্তায় এখন দিশেহারা। বর্তমানে মানুষিক ভারসাম্য ভাইকে নিয়ে মানবেতর জীবনযাপন করে আসছেন।

গুয়াগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন জানান, ইউনিয়ন পরিষদের আওতায় চিকিৎসা সেবা দেয়ার মতো কোন সুযোগ নেই। একটি প্রতিবন্ধী ভাতার কার্ড দেয়া হয়েছে। পরবর্তীতে ওই পরিবারকে সহায়তার বিষয়ে অগ্রাধিকার দেয়া হবে।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close