ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

সীমান্ত দিয়ে অস্ত্রধারীদের ঢোকার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশ: শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:৪৬ পিএম  (ভিজিট : ৬০৪)
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মিয়ানমার সীমান্তে বিজিবির ফোর্স বাড়ানো হয়েছে। কোস্টগার্ড সজাগ রয়েছে। আমাদের নৌবাহিনীও সেখানে কঠোরভাবে দায়িত্ব পালন করছে। কাজেই ওখান থেকে কেউ অস্ত্র নিয়ে ঢুকবে সেই অবস্থা নেই। অবৈধভাবে অনুপ্রবেশ কিংবা অস্ত্র নিয়ে প্রবেশের কোনো সুযোগ নেই। 

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে নগরের দুই নম্বর গেটে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা, সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়, পুলিশ সুপার এস এম শফিউল্লাহ।

নোবেলজয়ী ড. ইউনূসের গ্রামীণ টেলিকম ভবন দখলের অভিযোগ ও বিএনপির নির্বাচনে না আসা নিয়ে প্রশ্নে মন্ত্রী বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী সব হচ্ছে। পুলিশ ও সরকারের এতে কোনো হস্তক্ষেপ নেই। বিএনপি নিশ্চিত ছিলো সুষ্ঠু নির্বাচন হলে তারা কখনো ক্ষমতায় আসবে না। তাই তারা আসেনি। তাই এখন সরকার উৎখাতে তাদের ডাকে সাধারণ মানুষ আর সাড়া দেয় না।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, পরিত্যক্ত অবস্থায় দুই চারটি অস্ত্র পাওয়া যাচ্ছে। এগুলো হয়তো আরাকান আর্মি নিয়ে আসছিল। তাদের হয়তো কোন মোটিভ থাকতে পারে। তবে সবই ধরা পড়ছে। বিজিবি সবাইকে আটক করেছে। এ বিষয়ে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।

মন্ত্রী আরো বলেন, শুধু আরাকান আর্মি নয় তাদের অনেকগুলো গ্রুপ তৈরি হয়েছে যারা যুদ্ধে লিপ্ত আছে। আরাকান আর্মি বেশ কিছুদিন ধরেই আমাদের এই অঞ্চলে যুদ্ধ করছে। এই অঞ্চলে যুদ্ধ করলে আমাদের এখানে কিছু গোলাগুলির শব্দ আসছে সেটি যেমন সত্য। তেমনি সরকারি বাহিনী বিজিপি এবং অন্যান্য সরকারি লোকজন ভয়ে আত্মরক্ষার্থে আমাদের দেশে পালিয়ে আসছিল সেটিও আপনারা দেখেছেন। আমরা বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি অবলম্বন করছি। তারা যতই গোলাগুলি করুক, আমরা প্রতিবাদ করছি। আমরা তাদেরকে ঢুকতে দিচ্ছি না।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  মিয়ানমার সীমান্ত   অস্ত্রধারী   স্বরাষ্ট্রমন্ত্রী-আসাদুজ্জামান খান কামাল  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close