ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

সত্যতা মিলেছে অনিয়মের তেজগাঁও ভূমি রেজিস্ট্রেশন কমপ্লেক্সে দুদকের অভিযান
প্রকাশ: সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:৪২ পিএম  (ভিজিট : ৩৪৬)
জমি বা ফ্ল্যাট রেজিস্ট্রেশন ঘুষ দাবিসহ নান অনিয়মের অভিযোগে তেজগাঁও ভূমি রেজিস্ট্রেশন কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১২ ফেব্রুয়ারি) দুদকের একটি এনফোর্সমেন্ট টিম এ অভিযান চালায়। অভিযানে অনিয়মের সত্যতা পেয়েছে দুদক টিম।

দুদক সূত্রে জানা গেছে, ভূমি রেজিস্ট্রেশন কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ঘুষ বিনিময়ে জমি বা ফ্ল্যাট রেজিস্ট্রেশন এবং জমির শ্রেণি পরিবর্তনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি এনফোর্সমেন্ট টিম অভিযান চালায়। টিম ছদ্মবেশে রেজিস্ট্রেশন কার্যক্রম পর্যবেক্ষণ করে এবং সেবাগ্রহীতাদের বক্তব্য গ্রহণ করে।

প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী অভিযোগের সত্যতা পাওয়া যায়। অভিযানকালে পাওয়া অনিয়মসমূহের বিষয়ে এনফোর্সমেন্ট টিম জেলা রেজিস্ট্রারের সঙ্গে কথা বলে এবং অনিয়মে জড়িত কর্মচারীদের বিষয়ে দ্রুত পদক্ষেপ নিয়ে কমিশনকে অবহিত করার অনুরোধ জানায়।

এছাড়া অভিযোগের বিষয়ে তথ্য ও রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। সংগৃহীত তথ্যাবলি যাচাইপূর্বক টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।

সময়ের আলো/জিকে




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close