ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

শেষ হলো বিশ্ব ইজতেমার ৫৭তম আসর
প্রকাশ: রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:১৭ পিএম  (ভিজিট : ৪০৬)
তুরাগ নদীর তীরে দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে দিল্লি নিজামউদ্দিন মারকাযের তত্ত্বাবধানে শেষ হলো মুসলিম জাহানের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় মিলন মেলা বিশ্ব ইজতেমার ৫৭তম আসর। এর আগে গত শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার দ্বিতীয় পর্ব। চলতি মাসের প্রথম দিন আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ৪ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতে শেষ হয় প্রথম পর্বের আনুষ্ঠানিকতা।

ইজতেমার দ্বিতীয় পর্বে শনিবার (১০ ফেব্রুয়ারি) ফজরের পরে বয়ান করেন মাওলানা সাঈদ বিন সাদ (ভারত), বাংলায় অনুবাদ করেন মুফতি ওসামা ইসলাম। সকাল সাড়ে ১০টায় তালিমের বয়ান করেন মাওলানা আব্দুল আজিম (ভারত)। জোহরের পরে বয়ান করেন মাওলানা শরিফ (ভারত), বাংলায় তরজমা করেন মাওলানা মাহমুদুল্লাহ। আসরের পরে বয়ান করেন মাওলানা ওসমান (পাকিস্তান),  বাংলায় তরজমা করেন মাওলানা আজিম উদ্দিন। মাগরিবের পর বয়ান করেন মুফতি ইয়াকুব (ভারত), বাংলায় তরজমা করেন মাওলানা মনির বিন ইউসুফ।

রোববার (১১ ফেব্রুয়ারি) ফজরের পর বয়ান করেন মুফতি মাকসুদ (ভারত), বাংলায় তরজমা করবেন মাওলানা আব্দুল্লাহ। সকাল ১০টার দিকে হেদায়েতের বয়ান করেন মাওলানা ইউসুফ বিন সাদ (ভারত), বাংলায় তরজমা করবেন মাওলানা মনির বিন ইউসুফ। এরপর আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে টঙ্গীর ইজতেমা ময়দানে মোনাজাতে অংশ নেন মুক্তিযোদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, জাহিদ আহসান রাসেল এমপি, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আজমত উল্লা খান, সাবেক সিটি মেয়র জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক আবুল ফাতেহ মো. শফিকুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুব আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

বিশ্ব ইজতেমার এই পর্বে রোববার পর্যন্ত আট মুসল্লির মৃত্যু হয়েছে। এর মধ্যে ইজতেমা ময়দানে সাতজন ও ময়দানে আসার পথে একজনের মৃত্যু হয়। তারা হলেন ঢাকার বংশালের মুনতাজ উদ্দিন (৭৮), সিরাজগঞ্জের কাজিপুরের জালাল মণ্ডল (৬০), জামালপুরের ইসলামপুরের নবীর উদ্দিন (৬০), শেরপুরের আবুল কালাম (৬৫), নেত্রকোনার কেন্দুয়ার আব্দুল হেলিম মিয়া (৬২), দিনাজপুরের নবাবগঞ্জের জহির উদ্দিন (৭০) ও লক্ষ্মীপুরের রামগতির আবুল কাসেম (৬৫)। ইজতেমায় আসার পথে আবদুল্লাহপুরে বাসের ধাক্কায় আবুল কাসেম মারা যান। সর্বশেষ মৃত ব্যাক্তি যশোর জেলার ঝিকরগাছা থানার চারাতোলা গ্রামের মৃত কাবিল হোসেনের ছেলে হারন অর রশীদ(৬৫)। রোববার ভোররাত ৩ টার দিকে ইজতেমা ময়দানে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।

রোববার সকাল ১০টায় বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম জানান, এই পর্যন্ত ৬৫টি দেশের ৯,২৩১ জন বিদেশি মেহমান ইজতেমা ময়দানে এসেছেন। দেশগুলো হল, ভারত, আফগানিস্তান, আলজেরিয়া, অস্ট্রেলিয়া, বাহরাইন, ব্রুনাই, কানাডা, চীন, ক্যামেরুন, কঙ্গো, মিশর, ফিজি, ফ্রান্স, ঘানা, ইন্দোনেশিয়া, ইরান, ইসরাইল, আয়ারল্যান্ড, ইতালি, জাপান, জর্ডান, কাজাখিস্তান, কেনিয়া, কুয়েত, কিরগিজিস্তান, লেবানন, মালয়েশিয়া, মৌরিতানিয়া, মরক্কো, মিয়ানমার, নেপাল, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিপাইন, কাতার, রাশিয়া, সৌদি আরব, সেনেগাল, দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা, সুইজারল্যান্ড, সুদান, সুইডেন, তানজানিয়া, থাইল্যান্ড, উগান্ডা, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, ভিয়েতনাম ও ইয়েমেন সহ ৬৫টি দেশ।

তিনি জানান, আগেরদিন শনিবার বাদ আসর ইজতেমা ময়দানে যৌতুক বিহীন ১৪ জোড়া বিয়ে হয়। বিয়ের বর কনেরা হলেন, হোমায়ার ইসলাম- হুরাইরা জামান, মো. আলাউদ্দিন- সুমাইয়া ইসলাম, মো. হাবিবুর রহমান- মুক্তা আক্তার, মো. ওমর- ইশরাত জাহান, সুজন আহমেদ- মায়মুনা আক্তার, রাতুল- মায়মুনা আক্তার, ওমায়ের ইসলাম- মুনিম আক্তার, মো. শাওন- ছবিনা আক্তার, মো. মছুরুল হক- শাদিয়া মাহমুদ, ফজলে রাব্বি- মোহনা সুলতানা মো. ছাব্বির হাসান- মোছাম্মদ হালিমা আক্তার, মো. ইজমাইন- ফাতেমা আক্তার ও মো. আজম খান- সুমাইয়া ইসলাম।

প্রথম পর্বে ৭২ জোড়া ও দ্বিতীয় পর্বে ১৪ জোড়াসহ বিশ্ব ইজতেমার ৫৭তম আসরে মোট ৮৬ জোড়া যৌতুক বিহীন বিয়ে সম্পন্ন হয়েছে।

১৯৬৭ সাল থেকে বিশ্ব ইজতেমা নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে টঙ্গীতে। ১৯৯৬ সালে একই বছর দুবার বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়েছিল। স্থান সংকুলান না হওয়ায় এবং মুসল্লিদের চাপ ও দুর্ভোগ কমাতে ২০১১ সাল থেকে দুই পর্বে ইজতেমা আয়োজন করা হচ্ছে। এবার ৫৭তম ইজতেমার দু’পর্বে বিদেশী রাষ্ট্রের প্রায় ১৮ হাজার বিদেশী মুসল্লি অংশগ্রহণ করেন। প্রথম পর্বে ২৬ জন ও দ্বিতীয় পর্বে আটজনসহ ৫৭তম বিশ্ব ইজতেমায় মোট ৩৪ জন মারা গেছেন।

সময়ের আলো/জেডআই




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close