ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

বরিশালে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:৪৩ পিএম  (ভিজিট : ৪২৬)
বরিশাল নগরীর জেলখানা মোড় থেকে নাজিরের পোল এবং চকবাজার এলাকার ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত এই অভিযান চালায় তারা। 

এ সময় বিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার রুনা লায়লা, সহকারী কমিশনার মো. আবদুল লতিফ, ট্রাফিক পরিদর্শক বিদ্যুৎ চন্দ্র দে ও মো. আবদুর রহিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।  

বিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার রুনা লায়লা জানান, নগরীর সদর রোড এলাকায় ভ্রাম্যমাণ হকার, ফলের দোকান এবং অবৈধ পার্কিংয়ের কারণে যানজট লেগে থাকত। নগরবাসীকে ভোগান্তি থেকে মুক্ত করতে গত ২২ জানুয়ারি বিসিসি মেয়র এবং বিএমপি কমিশনারের সমন্বয়ে একটি যৌথ সভা অনুষ্ঠিত হয়। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী জেলখানা মোড় থেকে নাজিরের পোল এবং চকবাজার এলাকার ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে অভিযান চালানো হয়। এই অভিযান অব্যাহত থাকবে।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  ফুটপাত দখল   উচ্ছেদ অভিযান   বরিশাল  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close