ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

বাঁশখালীতে আগুনে পুড়ে ৪ বসতঘর ছাই
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪, ৬:৪৯ পিএম  (ভিজিট : ৩৮২)
চট্টগ্রামের বাঁশখালীতে অগ্নিকাণ্ডে চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার বাহারচড়া ইউপির রত্নপুর ৩ নম্বর ওয়ার্ডের পেলা গাজীর বাড়িতে এ ঘটনা ঘটে। এতে অন্তত ৪০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

এ ঘটনায় ক্ষতিগ্রস্তরা হলেন- মৃত আনু মিয়ার ছেলে মো. কামাল উদ্দিন, মো. জাফর, মো. দিদার, মো. শহিদ উল্লাহ।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়লে ৪টি টিনের চালার ঘর পুড়ে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে বাঁশখালী ফায়ার সার্ভিস পৌঁছালেও এর আগেই বসতঘরের সর্বস্ব পুড়ে যায়। স্থানীয়রা প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বাঁশখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ মো. আজাদুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলের দিকে রওনা হয়। তবে আমরা যাওয়ার পূর্বেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  বৈদ্যুতিক শর্টসার্কিট   আগুনে পুড়ে ছাই বসতঘর   বাঁশখালী   চট্টগ্রাম  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close