ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

হিলিতে স্বল্পমূল্য টিসিবি পণ্য বিক্রয় শুরু
প্রকাশ: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:৪৭ পিএম  (ভিজিট : ৫৩৮)
সীমান্তবর্তী দিনাজপুরের হাকিমপুরের হিলিতে স্বল্পমূল্যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। স্বল্পমূল্য এই সব টিসিবির পণ্য পেয়ে খুশি নিম্নআয়ের মানুষেরা। তবে পণ্যের পরিধি বাড়ানোর দাবি সাধারণ মানুষের।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় হিলি চারমাথা মাইক্রো স্ট্যান্ডে টিসিবি পণ্য বিক্রির উদ্বোধন করেন উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক ও টেগ অফিসার মো. রিয়াজুল ইসলাম ও টিসিবি পণ্য বিক্রয় কেন্দ্রর ডিলার আলমগীর হোসেন আলম।

হাকিমপুর উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক ও টেগ অফিসার মো. রিয়াজুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় উপজেলার তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১০ হাজার ৫৭১ জন স্বল্প আয়ের মানুষের (ফ্যামিলি কার্ডধারী) মাঝে ফেব্রুয়ারি মাসের ২ কেজি মসুর ডাল, ২ লিটার সোয়াবিন তেল, ৫ কেজি চালসহ একটি প্যাকেজ ৪৭০ টাকা দিয়ে বিক্রি করা হচ্ছে।

আগামী তিন দিন পর্যায়ক্রমে পৌরসভার ৯টি ওয়ার্ডে টিসিবি পণ্য বিতরণ করা হবে বলে জানান তিনি।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  টিসিবি পণ্য বিক্রি   হিলি   




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close