ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

নিয়োগ পরীক্ষা: শেরপুরে ডিভাইস ব্যবহারে কারাদণ্ড ৩, বহিষ্কার ৩৯
প্রকাশ: শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪, ৯:৪৯ এএম  (ভিজিট : ৪৮৬)
শেরপুরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার করার অভিযোগে ৩ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে পরীক্ষায় অসদুপায় অবলম্বনে ৩৯ জনকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওবায়দুল হক।

জানা গেছে, নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহারের অভিযোগে শেরপুর সরকারি কলেজ কেন্দ্রে সেমিনা বেগম ও শেরপুর সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রে রফিকুল ইসলাম এ দু’জনকে একমাস করে এবং আইডিয়াল স্কুল কেন্দ্রে শফিকুল ইসলামকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। পরে তাদের জেল হাজতে পাঠানো হয়। এছাড়াও অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয় আরও ৩৯ জনকে। 

এ বছর শেরপুর জেলায় মোট পরীক্ষার্থী ছিল ১৩ হাজার ৩৬৩ জন। এর মধ্যে অনুপস্থিত ছিল ৩ হাজার ৪২৪ জন। ২১টি কেন্দ্রে অংশগ্রহণ করেন ১০ হাজার ৪৩৯ জন পরীক্ষার্থী।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  প্রাথমিকের নিয়োগ পরীক্ষা   জালিয়াতি   ডিভাইস ব্যবহার   বহিষ্কার   শেরপুর  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close