ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

নীলফামারীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
প্রকাশ: বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪, ৪:২৩ এএম  (ভিজিট : ৪৮০)
নীলফামারিতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মামুন (৩৫) নামে একটি ট্রাকের চালক নিহত হয়েছেন। আক্কেছ আলী নামে অপর ট্রাকের চালক আহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ডিমলা উপজেলার খালিশা চাপানী ডালিয়া তিস্তা কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মামুন লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার কাউয়ামারী গ্রামের রমজান আলীর ছেলে। আক্কেছ আলী জেলার হাতিবান্ধা উপজেলার সানিয়াজান গ্রামের আকবর আলী ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দা সুত্রে জানা গেছে, রোড ক্রোসিং করার সময় নওগাঁ থেকে পাটগ্রামগামী ইটবাহী একটি ট্রাকের সঙ্গে পাটগ্রাম থেকে ঢাকাগামী পাথরবাহী ট্রাকের সংঘর্ষ হয়। পাটগ্রামগামী ট্রাকটির চালক মামুন ঘটনাস্থলেই মারা যান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ ও আক্কেছ আলীকে উদ্ধার করেন। আক্কেছ আলীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার আগে দুটি ট্রাকই দ্রুত গতিতে চলছিল।

নীলফামারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপ-সহকারী পরিচালক এনামুল হক জানান, লাশটি ট্রাকের ইঞ্চিনের সঙ্গে চাপ খেয়ে ছিল। লাশ ডিমলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ রায় জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সময়ের আলো/আরএস/ 




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close