ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

সাতকানিয়ায় অস্ত্রসহ ৪ কিশোর গ্যাং সদস্য আটক
প্রকাশ: শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪, ৮:৩৯ পিএম  (ভিজিট : ৫৯৪)
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সাবেক ইউপি সদস্যকে গুলি করতে এসে ৪ কিশোর গ্যাং সদস্যকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। শনিবার (২০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় সময় উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের মাদারবাড়ি এলাকার প্রবেশ মুখে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, নিজের জমির চাষের ঘাস কাটতে বাঁধা দেওয়ায় কেঁওচিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আবদুল মন্নানকে গুলি করতে আসে ৪ জন উঠতি বয়সের যুবক। এসময় চার জনকে আটক করে গণধোলাই দেয় স্থানীয়রা। এসময় আহত হয় সাবেক এই ইউপি সদস্য।

আহত ইউপি সদস্য আবদুল মন্নান কেঁওচিয়া ইউনিয়নের মাদারবাড়ি এলাকার মৃত কালু মিয়ার ছেলে।

গ্রেফতারকৃতরা হলেন- ঢেমশা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আলমগীরপাড়ার মোহাম্মদ হারুনের ছেলে ফয়সাল উদ্দিন, একই এলাকার হারুনের ছেলে মোহাম্মদ সানজিদ, ৫ নম্বর ওয়ার্ড মাইজপাড়া এলাকার হেলাল উদ্দিনের ছেলে শাহাদত হোসেন মিশু ও খোরশেদ আলমের ছেলে জাসেদ বিন সাদেক।

হামলায় আহত সাবেক ইউপি সদস্য আবদুল মান্নান বলেন, কেঁওচিয়ায় ৮০ শতক জমিতে ঘাস চাষ করেছি। আজ জমিতে গিয়ে দেখি এক যুবক আমার ঘাস কেটে নিয়ে যাচ্ছে। আমি তাকে বাধা দিলে সে আমাকে গুলি করার হুমকি দেয়। আমি সেখান থেকে চলে আসলে রাস্তারমাথা এলাকায় সানজি ১০/১২ জন সন্ত্রাসী কয়েকটি অস্ত্র নিয়ে আমার উপর হামলা করলে স্থানীয়রা তারে মধ্যে ৪ জনকে আটক করে। তখন স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে তাদের গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

এবিষয়ে সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতাউল হক চৌধুরী বলেন, অস্ত্রসহ ৪ জনকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেছে জনগণ। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় কেঁওচিয়ার সাবেক ইউপি সদস্য আবদুল মন্নান বাদী হয়ে মামলা দায়ের করবেন।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  কিশোর গ্যাং সদস্য আটক   চট্টগ্রাম   সাতকানিয়া   




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close