ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

কারেন্ট জালে জাটকা ধরায় হাতিয়ায় ৪ জেলে আটক
প্রকাশ: বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪, ৭:১৯ পিএম  (ভিজিট : ৪৭৮)
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় কারেন্ট জাল দিয়ে জাটকা নিধন করায় ৪ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ ও কোস্টগার্ড। এসময় তাদের কাছ থেকে চার হাজার মিটার জাল ও ৪০ কেজি জাটকা জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) গভীর রাতে বিশেষ কম্বিং অপারেশন চালিয়ে মেঘনা নদী থেকে তাদের আটক করা হয়। পরে আটক মাছ এতিমখানায় দিয়ে দেয়া হয় এবং জালগুলো পুড়ে ধ্বংস করা হয়।

আটক জেলেরা হলেন- ভোলা জেলার রাজাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কন্দকপুর গ্রামের মো. কালু ব্যাপারী (৩০), মো. শামসু উদ্দিন (২৮), আকবর হোসেন (২৬) ও রিয়াজ খান (১৮)। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে হাতিয়া থানার পুলিশে সোপর্দ করা হয়েছে।

উপজেলা মৎস্য অফিস সূত্র জানায়, জাটকা রক্ষায় কারেন্ট জালের ব্যবহার বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কম্বিং অপারেশনের মাধ্যমে নদীতে সকলকে সতর্ক করা হয়েছে। যেখানেই অপরাধের অভিযোগ পাওয়া যাবে সেখানেই অভিযান চালানো হবে।

হাতিয়ার নলচিরা ঘাটের নৌ পুলিশের ইনচার্জ মো. মেহেদী জামান বলেন, কারেন্ট জাল দিয়ে ইলিশ ধরার অপরাধে হাতিয়ার ফরাজী বাজারের শিবলু মিয়ার ঘাট সংলগ্ন মেঘনা নদী থেকে ৪ জেলেকে আটক করে নৌ পুলিশ। পাশাপাশি জব্দ করা হয় মাছ ও অবৈধ কারেন্ট জাল। নিয়মিত মামলার মাধ্যমে তাদের হাতিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

সময়ের আলো/আরআই



আরও সংবাদ   বিষয়:  কারেন্ট জালে জাটকা   জেলে আটক   নোয়াখালী-হাতিয়া  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close