ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

মাগুরার দুটি আসনে নৌকার সাকিব-বীরেনের জয়
প্রকাশ: সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪, ৩:৫৪ এএম আপডেট: ০৮.০১.২০২৪ ৩:৫৯ এএম  (ভিজিট : ১০০১)
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান নৌকা প্রতীকে ১ লাখ ৮৫ হাজার ৩৮৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান কাজী রেজাউল হোসেন ডাব প্রতীকে ৫ হাজার ৯৭৩ ভোট পেয়েছেন। মাগুরা-১ আসনে মোট ৫০.০১ শতাংশ ভোট পড়েছে ।

অপরদিকে, মাগুরা-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী বীরেন শিকদার নৌকা প্রতীকে ১ লাখ ৫৬ হাজার ৪৮৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মুরাদ আলী লাঙ্গল প্রতীকে ১৩ হাজার ২৬২ ভোট পেয়েছেন। মাগুরা-২ আসনে মোট ৪৭.২৮ শতাংশ ভোট পড়েছে।

রোববার (৭ জানুয়ারি) রাত ১০টায় মাগুরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ আবু নাসের বেগ জেলা প্রশাসন কার্যালয়ে মাগুরা-১ ও ২ আসনের চূড়ান্ত বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

তিনি বলেন, নির্বাচনী পরবর্তী ৪৮ ঘণ্টা বিজয়ী কোন প্রার্থীর পক্ষে কোন আনন্দ মিছিল, সমাবেশ ও সভা করা যাবে না।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  সংসদ নির্বাচন   নির্বাচনের ফলাফল   মাগুরা   




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close