ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

জামালপুরে ঠায় হয়নি নৌকা ও ডা. মুরাদের, স্বতন্ত্রতেই আস্থা
প্রকাশ: সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪, ৩:১৬ এএম আপডেট: ০৮.০১.২০২৪ ৪:২৮ পিএম  (ভিজিট : ৭৩৫)
দ্বাদশ সংসদ নির্বাচনে জামালপুর-৪ সরিষাবাড়ী আসনে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের (ঈগল) এবার ঠায় হয়নি সংসদে। অপরদিকে নৌকা প্রতীক পেয়েও প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল হেরে গেছেন। এ আসনে (স্বতন্ত্র-ট্রাক) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তেজগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি সাবেক অধ্যক্ষ আব্দুর রশিদ।

নির্বাচনে ট্রাক ৫০৬৭৮,নৌকা ৪৭৬৩৮,ঈগল ৩৭৪৩৩ প্রতীক ভোট পেয়েছেন। ৫০ হাজার ৬শ ৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ।

এই আসন ৮ টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে ঘটিত। এতে মোট ভোটার ২ লক্ষ ৮৯ হাজার ২শ ৬১ জন। এতে মোট ১ লক্ষ ৩৯ হাজার ৬৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে ১৯৫৮ টি ভোট বাতিল হয়েছে ‌

এই আসনে অন্যান্য বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) টেলিভিশন প্রতীকে তারিখ মাহদী ৫১৩,জাতীয় সমাজতান্ত্রিক দলের গোলাম মোস্তফা জিন্নাহ মশাল প্রতীকে ৩১৬, জাতীয় পার্টির বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ লাঙ্গল প্রতীকে ৪০০,তৃণমূল বিএনপি থেকে সাইফুল ইসলাম টুকন  ১২৯ ভোট পেয়েছেন।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালটে ভোট গ্রহণ হয়।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  সংসদ নির্বাচন   নির্বাচনের ফলাফল   সরিষাবাড়ী   জামালপুর  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close