ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

কুষ্টিয়ার তিন আসনে স্বতন্ত্রের জয়জয়কার, একটিতে নৌকা
প্রকাশ: সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪, ৩:০০ এএম  (ভিজিট : ৯১৮)
কুষ্টিয়ায় শান্তিপূর্ণ পরিবেশে শেষ হলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। রোবার (৭ জানুয়ারি) সকাল ৮ টা থেকে শুরু হয় ভোট গ্রহণ শেষ হয় বিকেল ৪ টার সময়। তবে নির্বাচনে ভোটারদের উপস্থিতি কিছুটা কম ছিলো। এদিকে কুষ্টিয়া-৩ আসনে বিপুল পরিমাণ ভোটের ব্যবধানে টানা তৃতীয়বারের মতো বিজয়ী হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কুষ্টিয়ার মাটি ও মানুষের নেতা জননেতা মাহবুবউল আলম হানিফ। মোট ১৪০ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে তিনি নৌকা প্রতীকে ১ লক্ষ ২৭ হাজার ৮০৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকে পারভেজ আনোয়ার (তনু) পেয়েছেন ৪২ হাজার ১২৮ ভোট।

এছাড়া কুষ্টিয়া বাকী ৩টি সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থীদের কাছে হেরে গেছে নৌকার প্রার্থীরা। কুষ্টিয়া-১ আসনে স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থী রেজাউল হক চৌধুরী ৮৯ হাজার ২৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী নাজমুল হুদা পেয়েছেন ৫৩ হাজার ১০৫ ভোট।

কুষ্টিয়া-২ আসনে স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থী কামারুল আরেফিন ১ লাখ ১৫ হাজার ৭৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাসদের নৌকা প্রতীকের প্রার্থী হাসানুল হক ইনু পেয়েছেন ৯২ হাজার ৪৪৫ ভোট।

কুষ্টিয়া-৪ আসনে স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থী আব্দুর রউফ ৯৮ হাজার ৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সেলিম আলতাফ জর্জ পেয়েছেন ৮০ হাজার ১১১ ভোট। এ আসনে গতবারের এমপি ছিলেন সেলিম আলতাফ জর্জ। তিনি যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম মেম্বার। আর বিজয়ী আব্দুর রউফ এই আসন থেকে দশম সংসদে নৌকা প্রতীকে জয়লাভ করেছিলেন। তিনি কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য। কুষ্টিয়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে ভোটের এ ঘোষণা দেয়া হয়েছে।

এবারের নির্বাচনে কুষ্টিয়া জেলার চারটি আসনের ৫৭৮টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। ১ হাজার ৭২৬ জন পুলিশ সদস্যের পাশাপাশি মোতায়েন ছিলো ১৭ প্লাটুন বিজিবি। একই সাথে স্ট্রাইকিং ফোর্স হিসেবে ৪৫০ জন সেনা সদস্য দায়িত্ব পালন করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত জেলার চারটি আসনের কোথাও কোন অনাকাক্সিক্ষত ঘটনার খবর পাওয়া যায়নি।

এদিকে সকাল ৮ টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেন কুষ্টিয়ার হেভিওয়েট প্রার্থী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কুষ্টিয়া-৩ আসনের আওয়ামী লীগের প্রার্থী মাহাবুবউল আলম হানিফ।

প্রসঙ্গ, এরমধ্যে ২৪৬টি কেন্দ্র ৪টি আসনে স্বতন্ত্র প্রার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৩১ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এরমধ্যে ২ জন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। কুষ্টিয়া জেলায় মোট ভোটার ১৬ লক্ষ ৪৩ হাজার ৯১২ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৮ লক্ষ ২২ হাজার ৫১৬ জন এবং নারী ভোটার ৮ লক্ষ ২১ হাজার ৩৮৮ জন। নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন সব ধরনের প্রস্তুতি নিয়ে ছিলেন।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  সংসদ নির্বাচন   নির্বাচনের ফলাফল   কুষ্টিয়া  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close