ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

হবিগঞ্জের ৪টি আসনে নারীসহ নতুন মুখ ৩
প্রকাশ: সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪, ১২:০৮ এএম  (ভিজিট : ৬৯২)
হবিগঞ্জে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ছোটখাটো দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। কেন্দ্র ভিত্তিক ফলাফলে দেখা যায়, জেলার চারটি আসনের মধ্যে তিনটিতে নতুন মুখ। এরমধ্যে নৌকা সমর্থিত দুইজন এবং স্বতন্ত্র প্রার্থী দু’জন বেসরকারি বিজয়ী হয়েছেন।

হবিগঞ্জ-১ আসনে (১৭৭ টি কেন্দ্রের) স্বতন্ত্র প্রার্থী এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী পেয়েছেন ৭৫হাজার ০৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির এম এ মুনিম চৌধুরী পেয়েছেন ৩০ হাজার ৭০৩ভোট।

হবিগঞ্জ-২ আসনে (১৫০ টি কেন্দ্রের) আওয়ামী লীগ সমর্থিত নৌকার প্রার্থী ময়েজ উদ্দিন শরীফ রুয়েল পেয়েছেন ৯৯হাজার ৯৪৩ভোট,  তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য এডভোকেট আব্দুল মাজিদ খান পেয়েছেন ৪৯ হাজার ৬০৬ ভোট।

হবিগঞ্জ-৩ আসনে ( ১৩১ টি কেন্দ্রের) নৌকার প্রতিনিধি অ্যাডভোকেট আবু জাহির পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৬০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির আব্দুল মুমিন চৌধুরী পেয়েছেন ৪হাজার ০৭৬ ভোট।

হবিগঞ্জ ৪ আসনে (১৭৭ টি কেন্দ্রের) স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এডভোকেট মাহবুব আলী পেয়েছেন ৬৯ হাজার ৫৪৩ ভোট।

সময়ের আলো/আরআই



আরও সংবাদ   বিষয়:  সংসদ নির্বাচন   নির্বাচনের ফলাফল   হবিগঞ্জ   সংসদীয় আসন  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close