ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

নীলফামারীর সংসদীয় আসন ১, ২, ৩ ও ৪ আসনের চুড়ান্ত ফলাফল
প্রকাশ: রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪, ১১:৩৬ পিএম  (ভিজিট : ১৯৬০)
নীলফামারীর ৪টি সংসদীয় আসনের  চূড়ান্ত ফলাফল। নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী ১ লাখ ১৯ হাজার ৯০২ ভোট পেয়ে আফতাব উদ্দিন সরকার সরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ২৪ হাজার ৬ শত ৬১ভোট।

নীলফামারী-২ সদর আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে আসাদুজ্জামান নূর ১ লাখ ১৯ হাজার ৩৩৯ ভোট পেয়ে সরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী জয়নাল আবেদীন ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ১৫ হাজার ৬৪৮ ভোট।

নীলফামারী-৩ (জলঢাকা) আসনে স্বতন্ত্র প্রার্থী কাঁচি প্রতীক নিয়ে সাদ্দাম হোসেন পাভেল ৩৯ হাজার ৩২১ ভোট পেয়ে সরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী মারজিয়া সুলতানা  ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ২৫ হাজার ২০৫ ভোট।

নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী কাঁচি প্রতীক নিয়ে মোঃ সিদ্দিকুল আলম ৬৯ হাজার ৯১৪ সরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ মোকছেদুল মোমিন ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন  ৪৫ হাজার ৩০১ ভোট।

সময়ের আলো/জিকে




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close