ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

যশোরে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ
প্রকাশ: শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪, ১১:৪৭ পিএম  (ভিজিট : ৪৮৪)
যশোর শহরের শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে ককটেল বোমা বিস্ফোরণ করেছে দুষ্কৃতকারীরা। শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যা রাত অনুমান ৭টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত বা ভোটকেন্দ্রের কোন ক্ষয়ক্ষতি হয়নি। 

বিষয়টি নিশ্চিত করেছেন আনসার ভিডিপির যশোর সহকারী জেলা কমান্ডিং অফিসার শফিকুল ইসলাম। 

তিনি জানান, আমরা খবর পেলাম শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে দুষ্কৃতকারীরা দূর থেকে দুটি ককটেল বোমা নিক্ষেপ করে পালিয়ে গেছে। এবং গোটা এলাকায় বিকট শব্দে আওয়াজ হয়। আমরা সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসেছি। এখানে পুলিশ এলাকা পরিদর্শন করেছে। তবে ঘটনায় ভোটকেন্দ্রে কোন সমস্যা হয়নি। অন্ধকারের মধ্যে এ ঘটনা ঘটেছে। 

তিনি বলেন, এ ঘটনার বিষয়ে আমার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো এবং অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা হবে। 

এছাড়া শহরের ঘোপ এলাকার একটি কেন্দ্রে সন্ত্রাসীরা বোমা নিক্ষেপ করলে তা বিকট শব্দে বিস্ফোরিত হয়ে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  সংসদ নির্বাচন   ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ   যশোর  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close