ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

চট্টগ্রাম-৪ আসনের ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৫৪!
প্রকাশ: শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪, ১২:২০ পিএম  (ভিজিট : ৩৮০)
জাতীয় সংসদ নির্বাচনে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম -৪ আসনের ৯টি ইউনিয়ন, ১টি পৌরসভা এবং নগরীর ২টি ওয়ার্ডে মোট ১২৪টি ভোট কেন্দ্রের মধ্যে ৫৪টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড) আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ২৬ হাজার ৮৯৬ জন। পুরুষ ভোটার ২ লাখ ২৪ হাজার ৬৮৪ জন, নারী ভোটার ২ লাখ ২ হাজার ২১২ জন ভোটার। মোট ভোট কেন্দ্র ১২৪টি এবং বুথের সংখ্যা ৯৩৯টি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার একটি পৌরসভা, ৯টি ইউনিয়নে মোট ৯২টি এবং নগরীর ২টি ওয়ার্ডে ৩২টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। 

ইউএনও ও সহকারী রিটার্নিং অফিসার কে এম রফিকুল ইসলাম জানান, ভোটাররা যেন শান্তিপূর্ণভাবে কেন্দ্রে এসে ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারেন সেজন্য পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্বে থাকবেন। এছাড়া মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স, কুইক রেসপন্স টিম এবং জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।

তিনি আশা করছেন ভোট অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। তিনি আরও জানান, ভোটের দিন ৭ জানুয়ারি ভোরে ব্যালট পেপার প্রিজাইডিং অফিসারের কাছে বুঝিয়ে দেওয়া হবে। সেগুলো ভোটের দিন ভোরে ১২৪টি কেন্দ্রে বিতরণ করা হবে। এজন্য ৮ জন ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান তিনি।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close