ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

হবিগঞ্জে পুলিশি পাহারায় উপজেলায় ব্যালট পেপার পাঠানো শুরু
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪, ৬:২৫ পিএম  (ভিজিট : ৪৮০)
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে হবিগঞ্জের উপজেলা গুলোতে ব্যালট পেপারসহ নির্বাচনী উপকরণ পাঠানো শুরু হয়েছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে পুলিশ পাহারায় এসব উপকরণ পাঠানো হয়।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান জানান, প্রতিটি উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসারগণ নিজেরা উপস্থিত থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারি শাখায় সংরক্ষিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার, সিল, অমোচনীয় কালি, নির্বাচনী আচরণবিধি সম্পর্কিত ব্যানারসহ বিভিন্ন উপকরণ কড়া নিরাপত্তায় নিজ নিজ উপজেলায় নিয়ে যাচ্ছেন।

এ কর্মকর্তা আরো জানান, জেলার ৪টি সংসদীয় আসনের বিপরীতে ৬৩৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৬১টি ভোট কেন্দ্রে ৬ জানুয়ারি ব্যালট পেপারসহ নির্বাচনী উপকরণ পৌঁছে দেয়া হবে। বাকি ৫৭৪ ভোটকেন্দ্রে ব্যালট যাবে ভোটের দিন সকালে।

এদিকে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষে জেলা জুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী ও আনসার মোতায়েন করা হয়েছে। 

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  সংসদ নির্বাচন   ভোট কেন্দ্রে ব্যালট পেপার   হবিগঞ্জ   




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close