ই-পেপার বুধবার ১৬ অক্টোবর ২০২৪
বুধবার ১৬ অক্টোবর ২০২৪

উন্নয়নে সমতা আনতে গ্রামকে শহরে রূপান্তরিত করেছে এই সরকার: মায়া চৌধুরী
প্রকাশ: সোমবার, ১ জানুয়ারি, ২০২৪, ৮:২৯ পিএম আপডেট: ০১.০১.২০২৪ ৯:২৭ পিএম  (ভিজিট : ৮৫১)
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ৭ জানুয়ারি নির্বাচনের দিন সকাল থেকে বিকাল পর্যন্ত নৌকায় ভোট দিবেন। ফলাফল না নিয়ে কেউ ঘরে ফিরবেন না। কারো সাথে ঝগড়া -বিবাদ মারামারি করবেন না। ঝগড়া করতে চাইলে আপনাদের পা’সরিয়ে নিবেন। আচরনবিধি মেনে ভোট চাইতে হবে।

সোমবার (১ জানুয়ারি) বিকালে মতলব উত্তর উপজেলা শিল্পকলা একাডেমী মাঠে গজরা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার উন্নয়নে বিশ্বাসী। উন্নয়নে সমতা আনতে এই সরকার গ্রামকে শহরে রূপান্তরিত করেছেন। প্রধান মন্ত্রী শেখ হাসিনা শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ সকল সেক্টরে সমান তালে উন্নয়ন করেছেন।  

এসময় উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

বিএনপি প্রসঙ্গে মায়া চৌধুরী বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে তারা জাতীয় নির্বাচনকে বানচাল করতে  আগুন সন্ত্রাসসহ নানামুখী অপতৎপরতা লিপ্ত রয়েছে। এই সন্ত্রাসী দলের বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।

গজরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছানা উল্যাহ মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ,বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, সহ-সভাপতি শহিদ উল্লাহ মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মাস্টার, সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও  গজরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হানিফ দর্জি, জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী মুক্তার হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা তোফাজ্জল হোসেন প্রধান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সুমন দর্জি, জেলা ব্রাহ্মণ কমিটির সাংগঠনিক সম্পাদক বলরাম গোসাই, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোশারেফ হোসেন মাষ্টার, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর মাষ্টার, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আলী হোসেন প্রধান, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এমএম সাইফুল ইসলাম, সাবেক মেম্বার আব্দস সাত্তার প্রধান, আওয়ামী লীগ নেতা জাকির হোসেন প্রমুখ।

সময়ের আলো/এম






https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close