প্রকাশ: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩, ৫:০১ এএম (ভিজিট : ৩৮৫)
মডেল ও অভিনেত্রী শেহতাজ মুনিরা হাশেম। অভিনয় ও উপস্থাপনার পাশাপাশি গানের সঙ্গেও সখ্য রয়েছে তার। এই শিল্পীর বেশ কয়েকটি গান প্রশংসিত হয়েছে। অন্যদিকে সম্প্রতি নতুন একটি নাটকে শুটিং করেছেন। গান, অভিনয় ও অন্যান্য বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলেছেন মাসুদুর রহমান
সম্প্রতি নতুন একটি নাটকে কাজ করেছেন...
বেশ আগেই শুটিং শেষ করেছি। মেজবাহ উদ্দিন সুমনের রচনায় ‘প্রতিচ্ছবি’ নামের সেই নাটকটি পরিচালনা করেছেন সানজিদ খান প্রিন্স। এতে আমার বিপরীতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ।
কাজটি করে কেমন লেগেছে?
খুবই উপভোগ্য একটি গল্প। গল্পটি এই যুগের হলেও এর মধ্যে ভিন্নতা রয়েছে। দর্শক দেখে মজা পাবেন। টিমের সবাই ভালো একটা নাটক উপহার দেওয়ার লক্ষ্যে কাজটি করেছি। নাটকটি ভালোবাসা দিবসের জন্য নির্মিত হয়েছে। এখানে হাস্যরসের পাশাপাশি রোমান্টিকতা এবং বাস্তবতা উঠে এসেছে।
আর কী কী নাটকের চিত্রনাট্য হাতে রয়েছে?
এর বাইরে নতুন কোনো নাটকে কাজ করছি না। এখন মূলত নিজেকে নিয়ে একটু ব্যস্ত রয়েছি। এ ছাড়া গানের জন্য সময় দিচ্ছি। হাতে থাকা গানের কাজগুলো শেষ করেই আবার অভিনয়ের জন্য লাইট-ক্যামেরার সামনে দাঁড়াব। গান কিংবা নাটক কোনোটাতেই আমি তাড়াহুড়ো করতে চাই না। এতে কাজের ফলাফল ভালো
আসে না।
গান নিয়ে কী করছেন?
ইতিমধ্যে কয়েকটি গান নিয়ে কাজ করছি। এর মধ্যে একটি গান বাচ্চাদের নিয়ে। খুব সুন্দর একটি গান। সবারই ভালো লাগবে বলে মনে করছি। এ ছাড়াও বাকি গানগুলোও দর্শক-শ্রোতাদের পছন্দ হবে। তবে এই মুহূর্তে সেসব নিয়ে কিছু বলতে চাচ্ছি না। সময় হলে ভক্তদের সঙ্গে শেয়ার করব।
গান করা কী সহজ?
মোটেও না। গান খুবই কঠিন একটি বিষয়। সময় নিয়ে, যত্ন করে গাইতে হয়। ভালো গান বাছাই করে আনাও বেশ কসরতের কাজ। কোনোরকম একটি গান করে চালিয়ে দেওয়ার মনমানসিকতা আমার মধ্যে নেই। যখনই মনে হবে ভালো গান পেয়েছি, তখনই গাইব।
নতুন কোনো সিনেমার পরিকল্পনা আছে কি?
নাটক, বিজ্ঞাপনের মতো চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাবও আসে। কিন্তু চলচ্চিত্র নিয়ে আপাতত কোনো পরিকল্পনাই নেই। যদিও এর আগে চলচ্চিত্রে অভিনয় করেছি। কিন্তু নিজেকে চলচ্চিত্রের জন্য আরও তৈরি করতে চাই।
সংসারজীবন কেমন কাটছে?
সংসার বেশ ভালোই কাটছে। আমাদের জন্য সবাই দোয়া করবেন।
সময়ের আলো/জেডআই