প্রকাশ: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩, ৫:৫৮ এএম (ভিজিট : ৮৮৩)
এ সময়ের দর্শকপ্রিয় জুটি নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। এরই মধ্যে এই জুটি প্রায় শতাধিক নাটকে কাজ করেছেন। তাদের বেশিরভাগ নাটক ইউটিউবে কোটি ভিউ রয়েছে। রোমান্টিক, কমেডি ঘরানার নাটকে অভিনয় করতে দেখা গেছে তাদের দুজনকে। সম্প্রতি আদিবাসী মিজানের রচনা ও পরিচালনায় ‘সেম টু সেম’ নাটকের কাজ শেষ করেছেন নিলয় ও হিমি।
শতাধিক নাটকের জুটি প্রসঙ্গে নিলয় আলমগীর বলেন, ‘আমার এবং হিমির প্রথম দর্শকপ্রিয়তা পাওয়া নাটক ছিল বিয়ের পরীক্ষা। এরপর আসলে দর্শকেরই আগ্রহে প্রযোজক পরিচালক আমাদেরকে জুটি হিসেবে নিয়ে একের পর এক নাটক নির্মাণ করতে থাকেন।
বিস্মিত হয়েছি দর্শকের ভালোবাসায়।’ হিমি বলেন, ‘আগামীতেও আমরা আরো ভালো ভালো গল্পের নাটকে কাজ করতে চাই। একটা সত্যি কথা, জুটিপ্রথায় আমি বিশ্বাসী নই। কিন্তু তারপরও নিলয় ভাইয়ের সঙ্গে আমার নামটি জুটি হিসেবে উচ্চারিত হয়, এটা সত্যিই ভালো লাগার।’
সময়ের আলো/আরএস/