আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করা নাজমুল হোসেন শান্তর এশিয়া কাপ শেষ হয়ে গেছে। তার চোট হ্যামস্ট্রিংয়ে। নাজমুল আউট হয়ে ফিরে আসার পর আর ফিল্ডিংয়েও নামেননি। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) জানা গেল, এশিয়া কাপেই খেলা হবে না শান্তর। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেন, ‘শান্ত তার হ্যামস্ট্রিংয়ের চোটের কথা আফগানদের বিপক্ষে ব্যাটিংয়ের সময় জানিয়েছিল। পরে ফিল্ডিংও করতে পারেন। আমরা এমআরআই করিয়ে একটা মাসল টিয়ার পেয়েছি। যার প্রেক্ষিতে এশিয়া কাপে তার খেলা হচ্ছে। দেশে ফিরে পুনর্বাসন ও বিশ্বকাপ প্রস্ততি শুরু করবেন তিনি।’
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শান্ত লিখেছেন, ‘আমার এশিয়া কাপ ২০২৩ এর যাত্রা এখানেই শেষ হলো।’ বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়েছেন শান্ত, ‘টুর্নামেন্টের বাকি সময়ের জন্য আমার বাংলাদেশ দলের জন্য শুভকামনা রইল। শিগগিরই দেশে ফিরছি এবং বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত করব ইনশাল্লাহ।’ শান্তকে হারানো বাংলাদেশ দলের জন্য বড় ক্ষতি। এবারের এশিয়া কাপের সর্বোচ্চ রানসংগ্রাহক শান্ত প্রথম ম্যাচে করেছেন ৮৯ আর দ্বিতীয় ম্যাচে হাঁকিয়েছেন সেঞ্চুরি। দুই ম্যাচে তার সংগ্রহ ১৯৩ রান।
সময়ের আলো/এএ/জিকে