ই-পেপার শুক্রবার ২২ নভেম্বর ২০২৪
শুক্রবার ২২ নভেম্বর ২০২৪
ই-পেপার

শুক্রবার ২২ নভেম্বর ২০২৪

সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৫
প্রকাশ: বুধবার, ৭ জুন, ২০২৩, ২:১৬ পিএম  (ভিজিট : ৫১৮)
সিলেট-ঢাকা মহাসড়কের নাজিরবাজারে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে দাঁড়িয়েছে ১৫ জনে। সংঘর্ষে ঘটনাস্থলে ১১ জন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো চারজন নিহত হন। 

প্রত্যক্ষদর্শীর জানিয়েছেন, সকাল ৬ টার দিকে প্রায় ৩০ জন নির্মাণ শ্রমিক নিয়ে পাশের ওসমানীনগরের গোয়ালাবাজারে যাচ্ছিলো একটি পিকআপ ভ্যান। নাজির বাজারে পৌছামাত্র বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যান থেকে ছিটকে ট্রাকের নিচে ও রাস্তার পাশে পড়ে যান শ্রমিকরা। ঘটনাস্থলে পিকআপ ভ্যানে থাকা ১১ জন নির্মাণ শ্রমিক নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরো ৪ জনের মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয়রা অন্তত ১৯ জন নির্মাণ শ্রমিককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে হতাহতদের স্বজনরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভিড় করেন। তারা জানান, হতাহতরা দিনমজুর। তারা শ্রমিক হিসেবে কাজ করতেন। ভোরে কাজের উদ্দেশে তারা বাড়ি থেকে বের হন। 

নিহতদের মধ্যে ১০ জনের নাম জানা গেছে। তারা হলেন- সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের হারিছ মিয়া (৫০), সৌরভ (২৫), সাধু মিয়া (৪০), তায়েফ নুর (৪৫), সাগর (১৮), রশিদ মিয়া (৪০), দুলাল মিয়া (৫৫), বাদশা মিয়া (৪৫) ও সুনামগঞ্জ সদর উপজেলার ওয়াহিদ আলী (৪০) ও আমিনা বেগম।

এ ঘটনার পর থেকে ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। প্রায় ৩ ঘন্টা পর উদ্ধার কার্যক্রম শেষে যান চলাচল স্বাভাবিক হয়। ঘটনাস্থলে দক্ষিণ সুরমা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে লাশ উদ্ধার করেন। 

ফায়ার সার্ভিসের উপপরিচালক মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ারসার্ভিস ১১ জনের লাশ উদ্ধারসহ আহতদের হাসপাতালে প্রেরণ করেন। 

দক্ষিণ সুরমা থানার ওসি মোহাম্মদ শামসুদ্দোহা বলেন, ঘটনাস্থল থেকে ১১ জনের লাশ উদ্ধার করা হয়। এদের মধ্যে একজন মহিলা রয়েছেন। হাসপাতালে নেওয়ার পর আরো ৪ জনের মৃত্যু হয়।




এই ক্যাটেগরির আরো সংবাদ


https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close