প্রকাশ: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:৩১ এএম (ভিজিট : ৪৩৭)
একটানা কাজ করে ক্লান্ত দক্ষিণি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। তাই এবার একটু অবসর চান তিনি। সম্প্রতি বলিউডের একটি গণমাধ্যমে নিজের সাম্প্রতিক ব্যস্ততা নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী।
নয়নতারা বলেন, জাওয়ান দিয়ে অসাধারণ একটি কাজ উপহার দিতে যাচ্ছি আমরা। দীর্ঘ সময় শুটিং করেছি। এবার ঘরে ফেরার পালা। পরিবারকে সময় দিতে চাই। বছরের শুরু থেকেই শুটিং নিয়ে ব্যস্ত থাকলেও এখন কয়েক দিন নিজের মতো করে সময় কাটাব, বাচ্চাদের সময় দেব। এরপর আবার শুরু হবে নতুন কাজ।
এ সময় নতুন কাজের বিষয়ে নয়নতারা বলেন, হাতে বেশ কিছু সিনেমার কাজ রয়েছে। সেগুলোর শুটিং শিডিউল এখনও ঠিক হয়নি। এ ছাড়া আমার হাতে দুটি সিনেমা রয়েছে একটির নাম ‘পাত্তু’ অন্যটি ‘একে ৬২’। সিনেমা দুটি এ বছর মুক্তি দেওয়া হবে। এ ছাড়া নিজের প্রোডাকশন হাউসেরও বেশ কিছু কাজ রয়েছে। যেগুলো এই বিরতিতে শেষ করতে চাই। ‘জাওয়ান’ সিনেমায় শাহরুখ খানের নায়িকা হয়ে আসছেন নয়নতারা।
‘পাত্তু’ সিনেমায় নয়নতারার বিপরীতে দেখা যাবে অভিনেতা ফাহাদ ফাসিলকে। আর ‘একে ৬২’ সিনেমায় তার বিপরীতে অভিনয় করবেন দক্ষিণের মেগাস্টার অজিত কুমার। সিনেমাটি এ বছরের দুর্গাপূজায় মুক্তি দেওয়ার কথা রয়েছে। গত বছর দক্ষিণি নির্মাতা ও অভিনেতা ভিগনেশ শিবানের সঙ্গে গাঁটছড়া বাঁধেন নয়নতারা। বিয়ের চার মাস পরই সন্তান জন্ম দেন তিনি। সন্তান জন্ম দিতে অন্যের গর্ভ ভাড়া করেছিলেন এ দম্পতি। এ নিয়ে তখন বেশ সমালোচিত হতে হয়েছিল অভিনেত্রীকে।