চিনির সঙ্গে মিশে থাকা পিঁপড়া খাওয়া যাবে?
প্রকাশ: রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২, ৭:০৬ এএম আপডেট: ২৫.০৯.২০২২ ৬:৫৮ এএম (ভিজিট : ৭১৪)
জিজ্ঞাসা : অনেক সময় দেখা যায় দুধ, চিনি ইত্যাদির সঙ্গে পিঁপড়া থাকে। দুধ বা চিনির সঙ্গে দু-একটি পিঁপড়াও মুখের ভেতরে চলে যায়। জানতে চাই, চিনি বা দুধের সঙ্গে থাকা ওই পিঁপড়া খাওয়া যাবে কি? এ বিষয়ে শরীয় সমাধান কী হবে? মুহাম্মাদ ইউনুস ফেনী
জবাব : না, এসব পিঁপড়া খাওয়া বৈধ নয়। কোনো খাদ্যের মধ্যে পিঁপড়া থাকলে তা সম্পূর্ণ বেছে ফেলে দিয়ে ওই খাবার খাওয়া যাবে। জেনেশুনে একটি পিঁপড়াও খাওয়া যাবে না। চিনি, চা, শরবত ইত্যাদি খাওয়ার আগে ভালোভাবে দেখে পরিষ্কার করে নিতে হবে। তবে ভুলে খেয়ে ফেললে ভিন্ন কথা। (আলমুহীতুল বুরহানি : ৮/৪১৫; ফাতাওয়া হিন্দিয়া : ৫/৮৯; রদ্দুল মুহতার : ৬/৩০৬)
/এসকে