ই-পেপার বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০২৪
বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০২৪

এসি মিলান রিয়ালের রাত
প্রকাশ: রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২, ৭:৫৬ পিএম  (ভিজিট : ১৭৩)
ঐতিহ্য-গৌরবের মিলান ডার্বি জিতেছে এসি মিলান। সানসিরোতে চিরপ্রতিদ্বন্দ্বীদের ২-১ গোলে হারিয়েছে তারা। এদিকে লা লিগায় টানা চতুর্থ জয়টি তুলে নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। রিয়াল বেতিসকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল। 

শনিবার জায়ান্টদের উৎসবের রাতে বার্সেলোনা ৩-০ গোলে হারিয়েছে সেভিয়াকে। তবে ইংলিশ প্রিমিয়ার লিগে হোঁচট খেয়েছে ম্যানসিটি। অ্যাস্টন ভিলার সঙ্গে ১-১ গোলের ব্যবধানে ম্যাচ শেষ করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

এবার ইংলিশ প্রিমিয়ার লিগে শুরু থেকেই নাটক আর চমকে ভরপুর। এ সময়ে ইংলিশ ফুটবলে সবচেয়ে সফল দুই দল লিভারপুল ও ম্যানসিটি কেউই শীর্ষে নেই। প্রথম পাঁচ ম্যাচ জিতে ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আর্সেনাল। শনিবার রাতে পয়েন্ট হারানোয় দুইয়ে নেমে গেছে ম্যানসিটি। ৬ খেলায় তাদের সংগ্রহ ১৪ পয়েন্ট। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে লিভারপুল।

অ্যাস্টন ভিলার বিপক্ষে দল জিততে না পারলেও গোলের ধারাতেই আছেন ম্যানসিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার আরলিং হালান্ড। খেলার ৫০ মিনিটে তার গোলেই স্বাগতিকদের বিপক্ষে লিড নেয় ম্যানসিটি। এর মধ্য দিয়ে নতুন মাইলফলকও স্পর্শ করেছেন হালান্ড। প্রিমিয়ার লিগে ৬ খেলায় ১০ গোল করে মিক কুইনের দ্রুততম গোলের রেকর্ডে ভাগ বসিয়েছেন এই নরওয়েজিয়ান। ১৯৯২ সালে এই রেকর্ড গড়েছিলেন কুইন। অ্যাস্টন ভিলা ম্যাচে ফেরে ৭৪ মিনিটে। এ সময় সফরকারীদের জালে বল পাঠান লেওন বেইলি।

মিলান ডার্বিতে ইন্টার মিলানের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েও জয় তুলে নিয়েছে এসি মিলান। ম্যাচে মাত্র ২১ মিনিটের সময় লিড নেয় ইন্টার। এ সময় সতীর্থ হুয়াকিন কোররেয়ারের কাছ থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন মার্সেলো ব্রোজোভিচ। ২৮ মিনিটের সময় সমতায় ফেরে এসি মিলান। এ সময় সতীর্থ সান্দ্রো তোলানির কাছ থেকে বল পেয়ে জোরালো শটে জাল কাঁপান রাফায়েল লেয়াও। ৫৪ মিনিটের সময় লিড নেয় এসি মিলান। 

লেয়াওয়ের কাছ থেকে বল পেয়ে গোল করেন অলিভিয়ের জিরুদ। খেলার ৬০ মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে নেন লেয়াও। দ্বিতীয় গোলটি পান। ৩-১ ব্যবধানে এগিয়ে যায় এসি মিলান। এর ৭ মিনিটের মধ্যেই এডেন জেকোর গোলে ব্যবধান কমায় ইন্টার। কিন্তু বাকি সময় ম্যাচে কোনো গোল না হওয়ায় জয় নিয়েই মাঠ ছাড়ে এসি মিলান। এই জয়ে ১১ পয়েন্ট নিয়ে নাপোলির সঙ্গে যৌথভাবে টেবিলের শীর্ষেই থাকল তারা। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে ইন্টার।

লা লিগায় ভিনিসিউস জুনিয়র ও রদ্রিগোর গোলে বেতিসকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৯ মিনিটে দলকে এগিয়ে নেন ভিনিসিউস। এর ৮ মিনিটের মধ্যেই সের্জিও ক্যানালাসে গোলে সমতায় ফেরে বেতিস। ম্যাচের ৬৫ মিনিটে রিয়ালের হয়ে জয়সূচক গোলটি করেন রদ্রিগো। এই জয়ে ৪ খেলায় ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রিয়াল। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বার্সা।

এফএইচ




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close