ই-পেপার শুক্রবার ২৯ মার্চ ২০২৪
শুক্রবার ২৯ মার্চ ২০২৪

ইউক্রেনে ওডেসায় ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১৭
প্রকাশ: শুক্রবার, ১ জুলাই, ২০২২, ১২:৪২ পিএম আপডেট: ০১.০৭.২০২২ ১:৩৩ পিএম  (ভিজিট : ২০৯)
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ওডেসা অঞ্চলের একটি অ্যাপার্টমেন্ট ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ ১৭ জন নিহত হয়েছেন। দেশটির স্থানীয় এক কর্মকর্তা শুক্রবার (১ জুলাই) ভোরে এ তথ্য জানান। ওডেসার সামরিক প্রশাসনের মুখপাত্র সের্গেই ব্রাচুক জানিয়েছেন, ‘অ্যাপার্টমেন্ট ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় মৃতের সংখ্যা বেড়ে ১৭ জন হয়েছে।’

ইউক্রেনের সেনাবাহিনীর অপারেশনাল কমান্ড সাউথ এর উদ্বৃতি দিয়ে তিনি বলেন, ‘কৃষ্ণ সাগরে কৌশলগত যুদ্ধবিমান থেকে এ ক্ষেপনাস্ত্র হামলা চালানো হয়। একটি ক্ষেপণাস্ত্র নয় তলা আবাসিক ভবনে আঘাত হেনেছে। আরও একটি ক্ষেপণাস্ত্র একটি বিনোদন কেন্দ্রে আঘাত হানে। একটি আবাসিক ভবনের একটি অংশের নয়টি তলার পুরো অংশ ধ্বংস হয়ে গেছে, উদ্ধারকারীরা তিন শিশুসহ ১৭ জনকে উদ্ধার করে চিকিৎসা সেবা দিচ্ছে।’

ইউক্রেনের মধ্যাঞ্চলে ক্রেমেনচুকের একটি শপিং সেন্টারে রাশিয়ার হামলায় ১৮ জন বেসামরিক লোক নিহত হওয়ার কয়েকদিন পরেই এই আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলো। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ ঘটনায় মস্কোর বাহিনীর দায় অস্বীকার করেছেন। ওডেসার দক্ষিণ অঞ্চলটি একটি কৌশলগত এলাকা। এখানেই ইউক্রেনের ঐতিহাসিক ওডেসা বন্দর রয়েছে। 

বৃহস্পতিবার (২৯ জুন) রাশিয়ান সৈন্যরা ওডেসার উপকূলে স্নেক দ্বীপে তাদের অবস্থান ত্যাগ করেছে। এখানে যুদ্ধের প্রথম দিনগুলোতে ইউক্রেনীয় প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছিল।
 


আরও সংবাদ   বিষয়:  ওডেসা  




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close