হিলিতে ভারত থেকে রেল পথে এলো চিটাগুড়
গোলাম রব্বানী হিলি
|
![]() বৃহস্পতিবার (২৩ জুন) বিষয়টি জানিয়েছেন হিলি রেলস্টেশন মাস্টার তপন কুমার চক্রবর্তী। তিনি বলেন, বুধবার সন্ধ্যায় ভারত থেকে বেনাপোল হয়ে ৪০টি চিটাগুড়ের বিটিপিএন (ট্যাংক) হিলি রেলস্টেশনে এসে পৌঁছে। ৪০ টি ট্যাংকে ১,৩৭৫ মেট্রিকটন চিটাগুড় আমদানি হয়েছে। যা থেকে ভাড়া সরকার পেয়েছে ৯ লাখ ৬ হাজার ১২৫ টাকা। তিনি আরও বলেন, জয়পুরহাট চেম্বার অব কমার্সের সভাপতি আনারুল হক এই চিটাগুড়গুলো ভারত থেকে আমদানি করেছেন। /আরএ |