ত্রাণ নিতে গিয়ে চেয়ারম্যানের হাতে নারী লাঞ্ছিত
নেত্রকোনা প্রতিনিধি
|
![]() স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে মোহনগঞ্জ উপজেলার ৪নং মাঘান সিয়াধার ইউনিয়নে বন্যার্তদের মধ্যে ৮ কেজি করে চাল দিচ্ছিলেন ইউপি চেয়ারম্যান। এ সময় এক মহিলা ও যুবক ত্রাণের চাল নিতে এলে কোনো কথা ছাড়াই সবার সামনে তাদের চড় মারেন চেয়ারম্যান মো. আবু বক্কর সিদ্দিক। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী। এ বিষয়ে অভিযুক্ত আবু বক্কর সিদ্দিকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান, বারবার ত্রাণ নিতে আসায় তাকে সরিয়ে দিয়েছি। তবে লাঞ্ছনার কোনো ঘটনা ঘটেনি। মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাব্বির আহমেদ আকুঞ্জি বলেন, চেয়ারম্যানের সঙ্গে কথা হলে তিনি জানান, লাইন ঠিক করতে গিয়ে ধাক্কা দিয়েছেন। ঘটনাস্থলে গিয়ে তদন্তসাপেক্ষে সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। /আরএ |