মহানন্দা নদী থেকে যুবকের লাশ উদ্ধার
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
|
![]() বৃহস্পতিবার (২৩ জুন) সকালে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবরী দলে এসে তাকে উদ্ধার করে। পুলিশ ও ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার দুপুরে চৌডালা ফুটবলমাঠ এলাকার মহানন্দা নদীতে গোসলে নেমে আর উঠে আসেন নি। ওইদিন পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেলে ফায়ার সার্ভিসকে খবর দেই। বৃহস্পতিবার রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবরী দল এসে চৌডালা বালুটুঙ্গী এলাকা থেকে দুপুর ২টার দিকে তার লাশ উদ্ধার করে। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান, মৃত ওই ব্যক্তি দীর্ঘদিন যাবৎ মৃগীরোগে ভুগছিল। গতকাল মহানন্দা নদীর পানিতে গোসল করতে নেমে সে ডুবে যায়। আজকে তার লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হচ্ছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। /আরএ
|