নিজেকে আড়ালে রেখেই স্বস্তি পাচ্ছেন মৌসুমী
আনন্দ সময় প্রতিবেদক
|
![]() সম্প্রতি এক অডিও বার্তায় ওমর সানী জানিয়েছেন তার এবং মৌসুমীর মধ্যকার সব বিবাদ মিটে গেছে। তারা এখন ভাল আছেন। তবে এখনো যেন অভিনেত্রীর মনে কিছু অভিমান, কিছু ব্যথা রয়ে গেছে। বুধবার (২৩ জুন) ইনস্টাগ্রামে করা তার পোস্টে এমনই ইঙ্গিত পাওয়া গেল। ইনস্টাগ্রামে মৌসুমী লিখেছেন, ‘লুকিয়ে থাকতে চাইলেই লুকিয়ে থাকা যায়। সামনে যেটা থাকে সেটা শরীর। আমি এখন শামুকের মতো হয়ে গেছি। আড়াল করে নিজেকে নিয়ে আছি, এটাই স্বস্তি।’ তিনি আরও লিখেছেন, ‘যখন দিনের আলো দেখার সুযোগ হয়, নিজেকে বেমানান লাগে।’ তবে পুরো কথা যেন বলতে গিয়েও বললেন না! ব্যক্তিগত বিষয়ের মাঝে সিলেটের বন্যাদুর্গত মানুষের কথাও স্মরণ করেছেন তিনি। বন্যাদুর্গতদের স্মরণ করে তিনি লিখেছেন ‘সিলেটবাসীর কাছে ছুটে যেতে ইচ্ছে করে। হয়তো সুযোগ হলে যাব, আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন।’ এফএইচ |